ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি

  ১২ আগস্ট, ২০১৭

ভাঙন রোধে ৩৮৪ কোটি টাকা ব্যয়ের নদী শাসন প্রকল্প পাস

জামালপুরের ইসলামপুরবাসীকে যমুনা নদী ভাঙন থেকে রক্ষার্থে স্থানীয় এমপি আলহাজ ফরিদুল হক খান দুলাল দীর্ঘদিন যাবত চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এরই প্রেক্ষিতে জামালপুর পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ সম্প্রতি যমুনা নদী শাসনের জন্য যমুনা নদীর বামতীর সংরক্ষণ ও নদীর গভীরতা নিয়ন্ত্রণে ড্রেজিং করতে ৩৮৪ কোটি টাকা ব্যয়ের একটি প্রকল্প প্রস্তাব সংশ্লিষ্ট উর্ধতন কর্তৃপক্ষের নিকট প্রেরণ করেন। পানি উন্নয়ন বোর্ডের প্রস্তাবিত এ প্রকল্পটি গত বুধবার একনেক এর সভায় পাশ হয়েছে। এ খবরে আনন্দিত হয়ে গত বুধবার সন্ধ্যায় ইসলামপুরের বেলগাছা স্কুল এন্ড বিএম কলেজ প্রাঙ্গণে স্থানীয় এমপি আলহাজ ফরিদুল হক খান দুলাল এর আহ্বানে এক বিশাল দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

জামালপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নব কুমার চৌধুরী জানান, জামালপুরের ইসলামপুরের গুঠটাইল থেকে কুলকান্দি পর্যন্ত যমুনা নদী শাসন এবং নদীর বামতীর সংরক্ষণ ও নদীর গভীরতা নিয়ন্ত্রণের জন্য সম্প্রতি ৩৮৪ কোটি টাকা ব্যয়ের একটি প্রকল্প প্রস্তাব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে একনেকে প্রেরণ করা হয়েছিল। এ প্রকল্পটি বুধবার একনেকের সভায় পাশ হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist