দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি

  ১১ আগস্ট, ২০১৭

দাউদকান্দিতে দীর্ঘ যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দি উপজেলা অংশে ঢাকাগামী প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। গতকাল বৃহস্পতিবার ভোর রাতে টোলপ্লাজা থেকে যানজট গৌরীপুর পর্যন্ত ছাড়িয়ে যায়। পণ্যবাহী ট্রাক-কাভার্ডভ্যানের ওজন স্কেলে চাঁদা আদায়ে দর-কষাকষিতে সময়ক্ষেপন এবং টোল আদায়ে বিলম্বের কারণে এ যানজট সৃষ্টি হচ্ছে বলে যানবাহনের চালক ও যাত্রীসাধারণের অভিযোগ। জানা যায়, বৃহস্পতিবার ভোর থেকে শুরু হওয়ায় এ মহাসড়কে যানবাহনের চলাচল বৃদ্ধি পায় এবং যানবাহনের চাপ বাড়তে থাকে। গভীর রাত থেকে মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি টোলপ্লাজা এলাকা ছাড়াও গোমতী সেতুর পশ্চিম প্রান্তের গজারিয়াসহ বিভিন্ন এলাকায় থেমে থেমে যানজটের সৃষ্টি হয়। বৃহস্পতিবার ভোর থেকে যানজট তীব্র আকার ধারণ করে। দাউদকান্দি টোলপ্লাজার ইনচার্জ মেজর (অব.) জিয়াউল আহসান সরওয়ার বলেন, গোমতী নদী থেকে বালু বোঝাই ট্রাকগুলো মহাসড়কে টোলপ্লাজায় প্রবেশ করে যানবাহন চলাচলে বিঘœ ঘটিয়ে সৃষ্টি করছে র্দীঘ যানজট। দাউদকান্দি উপজেলা শ্রমীকলীগ সভাপতি মোঃ রকিব উদ্দিন বলেন, বালু বোঝাই ট্রাকের জন্য কোন ভাবেই যানজট সৃষ্টি হয় না। পণ্যবাহী ট্রাক-কাভার্ডভ্যানের ওজন স্কেলে ওজন নিয়ে দর-কষাকষিতে সময়ক্ষেপন এবং টোল আদায়ে বিলম্বের কারণে এ যানজট সৃষ্টি। দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ জানান, ওজন স্কেলে ও টোল আদায়ে বিলম্বের কারণে ধীরগতিতে যানবাহন চলাচল করছে, তাই এ যানজটের সৃষ্টি হচ্ছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist