কোম্পানীগঞ্জ (নোয়াখালী)প্রতিনিধি

  ১১ আগস্ট, ২০১৭

টর্নেডোতে লন্ডভন্ড ৫০ ঘরবাড়ি, আহত ২০

নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার চরএলাহি ইউনিয়নের ৩ গ্রামে গতকাল বৃহস্পতিবার দুপুরে টর্নেডোর আঘাতে লন্ডভন্ড হয়ে গেছে। ৫০টি কাঁচা ঘরবাড়ি, পোল্ট্রি ফার্ম, দোকানপাট বিধ্বস্ত হয়েছে। টর্নেডোর আঘাতে ঘরবাড়ি ভেঙে ও গাছপালার আঘাতে নারী-পুরুষ ও শিশুসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। চরএলাহী ইউনিয়নের ১নং ওয়ার্ড চরনেংটা গ্রাম, ৩ ও ৪ নং ওয়ার্ড উত্তর চরএলাহি এলাকা টর্নেডোর আঘাতে লন্ডভন্ড হয়ে যায়। টর্নেডোর আঘাতে গুরুতর আহতরা হলেন সুমাইয়া আক্তার, ফারহানা আক্তার, পারুল বেগম, ফাতেমা বেগম, রৌশন আরা বেগম, সুমি, রওশন আরা, সেফালী বেগম, জোসনা বেগম, জরিনা বেগম, পিংকি, সুবর্ণা, আবু মিয়া, শহিদ উল্যাহ, কিরণ ও পুষ্প। চর এলাহী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রাজ্জাক জানান, দুপুর সোয়া ১টার সময় হঠাৎ কিছু বুঝে না ওঠার আগেই টর্নেডো আঘাত হানে। এতে ওই এলাকার ৫০টিরও বেশি কাঁচা ঘরবাড়ি, ১৫টি পোল্ট্রি ফার্ম এবং দোকানপাট নিমিষে আকাশের দিকে উড়ে যায়। টর্নেডোর পর এলাকাবাসী আহতদের উদ্ধার করে বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে পাঠায়। টর্নেডোর সংবাদ পেয়ে গতকাল দুপুরে কোম্পানিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, উপজেলা নির্বাহি কর্মকর্তা মো. জামিরুল ইসলাম, উপজেলা প্রকল্প কর্মকর্তা ফজলুল করিম, ওসি (তদন্ত) রবিউল হক, উপ-পুলিশ পরিদর্শক সাইফুদ্দিন, উপ-পুলিশ পরিদর্শক ইউ কেসিং চরএলাহী ইউনিয়নে গিয়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist