ঝিনাইদহ প্রতিনিধি

  ১০ আগস্ট, ২০১৭

ঝিনাইদহে দুদকের গণশুনানি

সরকারী সেবা ও সুবিধাদী প্রাপ্তির ক্ষেত্রে উদ্ভুত সমস্যা এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা মুলক প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে ঝিনাইদহে দুর্নীতি বিরোধী গণশুনানী অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দিনব্যাপী ঝিনাইদহ শহরের ডা. কে. আহম্মদ কমিউনিটি সেন্টারে এ গণশুনানী অনুষ্ঠিত হয়। দুর্নীতি দমন কমিশনের কমিশনার এ. এফ. এম আমিনুল ইসলাম এতে প্রধান অতিথি ছিলেন।

সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ািরুল ইসলামের সভাপতিত্বে ও জেলা প্রশাসক মোঃ জাকির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত গণ শুনানীতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আছাদুজ্জামান, স্থানীয় সরকারের উপ-পরিচালক আবু ইউসুফ মোহাম্মদ রেজাউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খোদেজা খাতুন, সিনিয়র সহকারী পুলিশ সুপার সাহাবউদ্দিন আহমেদ ও দুদক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। দিনভর এই গণশুনানীতে সদর উপজেলার ৬৬ জন অভিযোগকারী অভিযোগ উত্থাপন করেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist