মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি

  ১০ আগস্ট, ২০১৭

ব্রিজের রেলিং ভেঙে খাদে যানবাহন চলাচলে ঝুঁকি

মহম্মদপুর-মাগুরা সড়কের বেথুলিয়া বাজার এলাকার প্রধান সড়কের একটি ব্রিজের রেলিং ভেঙে খাদে পড়েছে। রেলিং ভেঙে পড়ে যাওয়ায় ওই সড়কে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে যানবাহন চলাচল। ব্রিজসংলগ্ন সড়কে দেখা দিয়েছে ফাটল, ঝুঁকি নিয়েই চলছে যানবাহন। যেকোনো সময় ব্রিজটি ভেঙে পড়ে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন সড়কে চলাচলকারী পরিবহনের চালক ও পথচারীরা। ফলে স্থানীয়রা লাল পতাকা উড়িয়ে এবং ঝুঁকিপুর্ণ স্থানে ইট দিয়ে বন্ধ করে দিয়েছেন রাস্তার একাংশ। মহম্মদপুর উপজেলার বেথুলিয়া নামক স্থানে নির্মিত এই ব্রিজের ওপর দিয়ে প্রতিদিন শত শত পণ্যবোঝাই যানবাহন ও যাত্রবাহী পরিবহন চলাচল করে। মেয়াদোত্তীর্ণ হওয়ায় এবং গত দুই সপ্তাহের টানা বর্ষণে ব্রিজের নিচের অংশ সম্পূর্ণভাবে তলিয়ে যাওয়ার কারণে রেলিং ধসে পড়তে পারে বলে জানা গেছে। সরেজমিন পরিদর্শনে দেখা গেছে, ঝুঁকি নিয়েই ব্রিজের ওপর দিয়ে চলাচল করছে অতিরিক্ত পণ্যবোঝাই ট্রাক। ভারী পরিবহনের এসব অবাধ চলাচলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো পদক্ষেপ গ্রহণ না করায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে। মহম্মদপুর থেকে মাগুরাগামী হালিম নামের একজন বাসচালক জানান, ব্রিজটিতে চলাচল বন্ধ করে দিয়ে বিকল্প সড়ক করে দেওয়া উচিত। স্থানীয় ইউপি চেয়ারম্যান শিকদার মিজানুর রহমান বলেন, আমার জানামতে স্বাধীনতার পূর্বে ফরিদপুরের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান ব্রিজটির নির্মাণকাজ করেছিলেন। অর্ধশত বছরের পুরনো এই ব্রিজটির আর কোনো সংস্কারকাজ হয়নি। খবর পেয়ে আমি ওখানে গিয়েছিলাম। পরে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী রওশন ইসলাম বলেন, খবর পাওয়া মাত্র আমি ব্রিজটি পরিদর্শন করে কর্তৃপক্ষকে যথাযথ ব্যবস্থা নিতে অনুরোধ করেছি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist