চুয়াডাঙ্গা প্রতিনিধি

  ১০ আগস্ট, ২০১৭

ভুয়া কাজি আটক বর-কনে মুচলেকা দিয়ে রেহাই

চুয়াডাঙ্গা সদর উপজেলার ভুলটিয়া গ্রামে বাল্যবিয়ে দেওয়ার সময় জাল কাগজপত্রসহ ভূয়া কাজী আবু জাফর (৬০), বর মনিরুজ্জামান (১৭) ও কনে পাপিয়া খাতুন (১৫)কে আটক করেছে পুলিশ। পরে বর-কনেকে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। গতকাল বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। আটককৃত জাফর উপজেলার মর্তুজাপুর গ্রামের বদর উদ্দীনের ছেলে এবং ভূয়া কাজী। সরোজগঞ্জ পুলিশ ক্যাম্পের ইনচার্জ শফিক উদ্দীন জানান, গতকাল দুপুরে উপজেলার ভুলটিয়া গ্রামের জাফি উদ্দীনের বাড়িতে তার মেয়ে পাপিয়া খাতুনকে বিয়ে করার জন্য পার্শ্ববর্তী ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু এলাকার মনিরুজ্জামানসহ তার লোকজন বিয়ে করার জন্য আসে। পরে বাল্যবিয়ের প্রস্তুতিকালে পুলিশ জাল কাগজপত্রসহ ভুয়া কাজী আবু জাফর, বর মনিরুজ্জামান ও কনে পাপিয়া খাতুনকে আটক করে থানায় নিয়ে আসে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist