পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

  ০৯ আগস্ট, ২০১৭

জলাবদ্ধতায় ১২০০ বিঘা জমিতে আমন চাষ অনিশ্চিত

খুলনার পাইকগাছা উপজেলার ১০/১২ নং পোল্ডারে পানি উঠা-নামার জন্য নির্মিত গেট বন্ধ করে দেওয়ায় সৃষ্ট জলাববদ্ধতায় ১১/১২শ বিঘা জমিতে আমন চাষ অনিশ্চিত হয়ে পড়েছে। এ ব্যাপারে স্থানীয় সংসদ সদস্য অ্যাড. শেখ মো. নুরুল হকের কাছে গণস্বাক্ষরিত অভিযোগ দেওয়া হলে তিনি তড়িৎ ব্যবস্থা নেয়ার জন্য নির্বাহী প্রকৌশলী, পানি উন্নয়ন বোর্ড লিখিতভাবে অনুরোধ করেছেন। এলাকাবাসী ও লিখিত অভিযোগে জানা যায়, উপজেলার ১০/১২ পোল্ডারে গড়ইখালী মৌজায় ১১/১২শ বিঘা কৃষি জমি অবস্থিত। উক্ত জমির পানি সরবরাহের জন্য সরকারি খাস সম্পত্তিতে ২০/২৫ বছর পূর্বে একটি গেট নির্মিত হয়। এদিকে, জলাববদ্ধতার সমস্যা সমাধানে সাংসদের কাছে গণস্বাক্ষরকৃত অভিযোগ দেওয়া হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ব্যবস্থা গ্রহণের জন্য লিখিতভাবে অনুরোধ করেছেন। এ দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিকট আরো একটি লিখিত অভিযোগ হলে তিনি সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন চৌধুরীকে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন। সহকারী কমিশনার (ভূমি)’র নির্দেশে সার্ভেয়ার নজরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আগামী ১০ আগস্ট উভয়পক্ষকে ইউএনও কার্যালয়ে উপস্থিত হয়ে জবাব দেয়ার দিন ধার্য্য রয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist