যশোর প্রতিনিধি

  ০৮ আগস্ট, ২০১৭

বিজিবির ইতিবাচক সংবাদ বর্জনের ঘোষণা

সাংবাদিক নির্যাতনকারী ৪৯ বিজিবি’র সিও লে. কর্ণেল আরিফকে প্রত্যাহারে ৭২ ঘন্টার আলটিমেটাম দিয়েছেন যশোরের সাংবাদিকরা। একইসাথে বিজিবির ইতিবাচক সংবাদ বর্জনের ঘোষণা দেন সাংবাদিক নেতারা। যশোরের সাংবাদিক সমাজের ব্যানারে গতকাল সোমবার দুপুরে প্রেসক্লাব যশোরের সামনে অনুষ্ঠিত মানববন্ধন থেকে এসব ঘোষণা দেয়া হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন- প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সম্পাদক এসএম তৌহিদুর রহমান, প্রেসক্লাব যশোর ও বিএফইউজের সহ-সভাপতি মনোতোষ বসু, যশোরের সিনিয়র সাংবাদিক ফখরে আলম, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাজেদ রহমান, বেনাপোল প্রেসক্লাবের সভাপতি মহসিন মিলন, সাংবাদিক আসাদুজ্জামান আসাদ, জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি হারুণ-অর-রশীদ, সাংবাদিক ইউনিয়ন যশোরের সাধারণ সম্পাদক এম আইউব প্রমুখ। সঞ্চালনা করেন যশোর সাংবাদিক ইউনিয়ন জেইউজের’র সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন।

মানববন্ধনে ৭২ ঘণ্টার মধ্যে সিও আরিফকে যশোর থেকে অপসারণ করার দাবি জানিয়ে বক্তারা বলেন, একটি সভ্য দেশে সংবাদ প্রকাশের জের ধরে বিজিবির ওই কর্মকর্তা যা করেছেন তা মেনে নেয়া যায় না। তাকে অবশ্যই শাস্তি পেতে হবে। উল্লেখ্য, বেনাপোল চেকপোস্টে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশ করায় ৪ আগস্ট বিকেলে স্থানীয় সাংবাদিক আজিজুল হককে বেনাপোল বিজিবি ক্যাম্পে নিয়ে নির্যাতন করেন ৪৯ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার (সিও) লে. কর্ণেল আরিফ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist