বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

  ২৮ জুলাই, ২০১৭

উপজেলার ৯২ শিক্ষাপ্রতিষ্ঠানে নেই বিদ্যুৎ সংযোগ

পটুয়াখালীর বাউফল উপজেলায় ৩৭৩টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ৯২টি বিদ্যালয়ে বিদ্যুৎ সংযোগ নেই। ফলে ডিজিটাল পদ্ধতিতে শিক্ষা গ্রহন থেকে বঞ্চিত হচ্ছে উপজেলার প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীরা। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের মাধ্যমে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকদের প্রশিক্ষণ দিয়ে ল্যাপটপ এবং মাল্টিমিডিয়া প্রজেক্টর বিতরণ করা হলেও বিদ্যুৎ ব্যবস্থা না থাকায় এই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে তারা। উপজেলা মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, বাউফলে ৩৭৩টি স্কুল, কলেজ ও মাদরাসার মধ্যে ৯২টি বিদ্যালয়ে বিদ্যুৎ সংযোগ নেই। এর মধ্যে মাধ্যমিক বিদ্যালয় ৬টি, মাদরাসা ১৩টি ও প্রাথমিক বিদ্যালয়ে ৭৩টি। ছয়হিস্যা তাতেরকাঠী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) স্বপন কুমার দেবনাথ ও মধ্য নওমালা ছালেহীয়া দাখিল মাদরাসার সুপার মাও: রফিকুল ইসলাম বলেন, বিদ্যুৎবিহীন বিদ্যালয়ে শিক্ষার্থীরা প্রচ- গরমে শ্রেণিকক্ষে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বঞ্চিত হচ্ছে ডিজিটাল শিক্ষা থেকে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অলি আহাদ ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রিয়াজুল হক বলেন, যে সব শিক্ষা প্রতিষ্ঠানে বিদ্যুৎ সংযোগ নেই ঐ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের প্রশিক্ষন ও কোন সরঞ্জাদি দেওয়া হয়নি। তবে বিদ্যুৎবিহীন বিদ্যালয়ের নামের তালিকা কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। বিদ্যুৎ বিভাগের ডিপুটি জেনারেল ম্যানেজার এ কে এম আজাদ বলেন, বিদ্যুৎবিহীন বিদ্যালয়ের গ্রামের মধ্যে কোন বিদ্যুৎতের সংযোগ না থাকায় সংশ্লিষ্ট বিদ্যালয়গুলোতে বিদ্যুৎতের সংযোগ দেওয়া সম্ভব হয়নি। এ ব্যাপারে কর্তৃপক্ষের নিকট চিঠি দেওয়া হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist