বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

  ২৫ জুলাই, ২০১৭

অবিরাম বর্ষণে হুমকিতে আমনের লক্ষ্য অর্জন

অবিরাম বর্ষণে নাটোরের বড়াইগ্রাম উপজেলার ২৫ হাজার ৯৯ হেক্টর আবাদী জমি এখন পানির নীচে। উপজেলার ৭টি ইউনিয়ন ও ২টি পৌরসভা এলাকার শতভাগ আবাদী জমি পানির নীচে থাকায় কৃষকেরা আউশ ধান কাটতে পারছে না। অপরদিকে আমন ধানের বীজ তলা ডুবে যাওয়ায় ও জমিতে পানি থাকায় কৃষকেরা সে ধান রোপন করতে পারছে না। ফলে আমন ধানের লক্ষ্য অর্জন হুমকীর মুখে পড়েছে। এতে দুশ্চিন্তাগ্রস্থ হয়ে পড়েছে এই অঞ্চলের হাজারো কৃষক।

চলতি মৌসুমে টানা অবিরাম বৃষ্টির কারণে উপজেলা শতভাগ নি¤œাঞ্চল এখন হাঁটু পানির নীচে। সেই সাথে আবাদী জমিতে জমেছে পানি। গতকাল সোমবার উপজেলার জোয়ারি, নগর, মাঝগাঁও ও বনপাড়া পৌরসভার বিভিন্ন অঞ্চল সরেজমিনে ঘুরে দেখা গেছে জমিগুলোতে জমে আছে পানি। সে পানি নামার কোন জায়গা বা সুযোগ নাই।

নগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নিলুফা ইয়াসমিন ডালু জানান, অতি বৃষ্টিতে কৃষকেরা দারুনভাব ক্ষতিগ্রস্থ হয়েছে। পাট কেটে পানিতে পঁচালেও রোদ না থাকায় সেই পাটের আঁশ ছাড়াতে আগ্রহী হচ্ছেন না কৃষকেরা। অপরদিকে পাট কাটার পর জমি খালি পড়ে আছে। জমিতে অতি পানি থাকায় আমন ধান রোপন করতে পারছে না।

মাঝগাঁও ইউনিয়নের চেয়ারম্যান মো. খোকন মোল্লা জানান, অতি বৃষ্টির কারণে পানের বরজের পান পঁচন ধরেছে। যার ফলে বাজারে পানের দম কমে গেছে। একই সাথে কৃষকেরা জমিতে সব্জি চাষ করতে পারছে না। ফলে আগামী ২/১ মাস পর হাট-বাজারে সব্জি সংকট দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে। বড়াইগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইকবাল হোসেন জানান, চলতি মৌসুমে ১৪ হাজার ১০০ হেক্টর জমিতে আমন ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে অতি বর্ষণে আবাদী জমিতে পানি জমায় আমন ধানের লক্ষ্য অর্জন হুমকীর মধ্যে পড়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist