প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ২৫ জুলাই, ২০১৭

পৌর কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতী ও মানববন্ধন

পৌর কর্মকর্তা-কর্মচারী এ্যসোসিয়েশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারাদেশে অর্ধবেলা সকাল ৯ টা থেকে ১টা পর্যন্ত কর্মবিরতী ও মানববন্ধনসহ নানা কর্মসূচী পালন করেন পৌর কর্মকর্তা-কর্মচারীরা। গতকাল সোমবার বেতন-ভাতা-পিএফ-গ্রাচ্যুইটির শতভাগ সরকারের রাজস্ব তহবিল থেকে প্রদানসহ পেনশন প্রাথা চালুর এক দফা দাবীতে এই কর্মসূচী পালিত হয়। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর-

নরসিংদী : নরসিংদী পৌরসভার কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশনের উদ্যোগে চাকরি জাতীয়করণের এক দফা দাবিতে সারা দেশের মতো নরসিংদী পৌরসভা একযোগে সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত অর্ধদিবস কর্মবিরতি পালিত হয়। জেলার নরসিংদী পৌরসভা, মাধবদী পৌরসভা, ঘোড়াশাল পৌরসভা, মনোহরদী পৌরসভা, রায়পুরা পৌরসভা একই কর্মসূচি পালন করেছে।

নরসিংদী পৌর কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশনের সভাপতি মো. জাকির হোসেনের সভাপতিত্বে ও সেক্রেটারি আনোয়ার হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরসিংদী পৌরসভার নির্বাহী প্রকৌশলী তারিকুল ইসলাম ভুইয়া, সচিব মাহফুজুর রহমান, হিসাবরক্ষণ কর্মকর্তা মো. হুমায়ন রশিদ চৌধুরী, উপ-সহকারী প্রকৌশলী অপূর্ব কুমার দাস, সহকারী প্রকৌশলী সাহেদ আক্তার, আদায়কারী আতাউর রহমান, আদায়কারী বাজার সানাউল হক, ঢাকা বিভাগ পৌরসভা কর্মচারী অ্যাসোসিয়েশন সমাজকল্যাণ সম্পাদক ইয়াছিন, উপ-সহকারী প্রকৌশলী অনুকূল চন্দ্র দাস প্রমুখ।

বাগেরহাট : বাগেরহাটে পৌরসভার অর্ধবেলা কর্মবিরতী ও মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য দেন রঞ্জন কান্তি গুহ, রফিকুল ইসলাম মিঠু, রেজাউল করিম, অজিত কুমার হালদার, সুব্রত কুমার সোমাদ্দার, জামসেদ আলী, সেলিম ফকির, আশীষ কুমার হোড় প্রমুখ।

কালকিনি (মাদারীপুর) : মাদারীপুরের কালকিনি পৌর চত্ত্বরে অবস্থান কর্মসূচীতে বক্তব্য দেন এস.এম রাজ্জাক হোসেন, আবু তাহের, কোষাধ্যক্ষ কামাল হোসেন, সদস্য রনজিৎ কুমার সরকার ও ইসমাইল সরদার প্রমূখ।

খাগড়াছড়ি : খাগড়াছড়ি পৌরসভার গেইটের সামনে এ কর্মসূচিতে বক্তব্য দেন জামাল হোসেন, অংকমং মারমা, পারভীন আকতার,খোন্দকার সাহেদ আবেদিন, এসএম নাজিম উদ্দিন দপ্তর সম্পাদক উজ্জ্বল দে ও প্রভাত তালুকদার প্রমুখ।

লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরে পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীরা অর্ধদিবস কর্মবিরতি কর্মসূচিতে বক্তব্য দেন শামছুউদ্দিন, শামছুল আলম, আনোয়ার হোসেন, আলাউদ্দিনসহ পৌরসভার অন্যান্য কর্মকর্ত-কর্মচারীবৃন্দ।

ফুলবাড়ী (দিনাজপুর) : দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভায় উপস্থিত ছিলেন মো. শহিদুল ইসলাম, মো. আব্দুর রশিদ, শেখ শাহার আলী, মো. লুৎফুল হুদা চৌধুরী। ফুলবাড়ী পৌরসভার কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা সরকারীকোষাগার থেকে পাওয়ার দাবীতে অর্ধদিবস কর্মবিরতি পালনে পৌরসভার ৫০জন কর্মকর্তা কর্মচারী অংশ নেন।

মৌলভীবাজা : মৌলভীবাজার পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা অর্ধদিবস কর্মবিরতি পালন অফিস প্রাঙ্গনে বক্তব্য দেন ফজলুর রহমান, ফয়সল আহমদ, মনবির রায়, আবুল হোসাইন,এম আমিনুল ইসলাম, সৈয়দ নকীবুর রহমান প্রমুখ।

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌর ভবনের নিচতলায় শান্তিপূর্ণভাবে কর্মসূচিতে বক্তব্য দেন জেড এম আনোয়ার হোসেন, তাজুল ইসলাম, মুজাহিদুল ইসলাম তুষার, তোফায়েল আহাম্মদ, জহিরুল ইসলাম, আব্দুল মতিন প্রমুখ। কর্মসুচিতে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, নিগার সুলতানা,নাজমুল ইসলাম, মাওলানা সামসুদ্দিন, আবুল হোসেন, সুমন মিয়া, ফিরুজুল ইসলাম, সাদেক, ফরহাদ প্রমুখ।

ঈশ্বরদী (পাবনা) : ঈশ্বরদী পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ কর্মবিরতিতে একাত্বতা প্রকাশ করেন পৌর মেয়র আবুল কালাম আজাদ মিন্টু। এসোসিয়েশনের ঈশ্বরদী শাখার সভাপতি মোর্শেদ হাসান কল্লোলের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন আনোয়ার হোসেন জনি প্রমূখ।

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) : নোয়াখালীর বসুরহাট পৌরসভায় পৌর কর্মকর্তা কর্মচারী এসোসিয়েশনের সভাপতি ও নির্বাহী প্রকৌশলী আবদুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন পৌর প্যানেল মেয়র আবুল খায়ের, কাজী হারুন অর রশিদ।

গাইবান্ধা : গাইবান্ধা পৌর কার্যালয়ের সামনে অর্ধদিবস কর্মবিরতিতে পালন করা হয়। এতে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়। এছাড়া একই কর্মসূচি পালন করেছে জেলার গোবিন্দগঞ্জ ও সুন্দরগঞ্জ পৌরসভা। গাইবান্ধা পৌর কর্মচারী সংসদের সভাপতি নুরুল ইসলাম নূরুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, এবিএম সিদ্দিকুর রহমান, রেজাউল হক, বিপুল কুমার সাহা প্রমুখ।

পঞ্চগড় : পঞ্চগড় পৌরসভায় পৌর ভবনের সামনের সড়কে বসে পড়ে তাদের দাবি আদায়ে বক্তব্য দেন মজিবর রহমান, এ টি এম কামরুজ্জামান কামু, জাবেদ আলম প্রমূখ।

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভায় কর্মবিরতিতে উপস্থিত ছিলেন পৌর সচিব মো. ফারুক, সহকারি প্রকৌশলী এ বি এম বাবুল হোসেন, হিসাব রক্ষণ কর্মকর্তা মোহাম্মদ লিয়াকত আলী, উপ-সহকারি প্রকৌশলী মো. ফয়ছেল আহম্মেদ খান, কর আদায়কারি মাধব চন্দ্র পাল, সহকারি এসেসর শামীমা নাছরীন, সহকারি কর আদায়কারি মোহাম্মদ রাসেল মিয়া, উচ্চমান সহকারি মোহাম্মদ রফিকুল ইসলাম প্রমুখ।

ঝিনাইদহ : ঝিনাইদহ পৌরসভার প্রধান ফটকে কর্মবিরতি চলকালে বক্তব্য দেন পৌর সচিব আজমল হোসেন, নির্বাহী প্রকৌশলী সিরাজুল হক, পৌর কাউন্সিলর এসোসিয়েশন নেতা সাইফুল ইসলাম মধু প্রমুখ।

ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) : ময়মনসিংহের ফুলবাড়ীয়া পৌরসভার কার্যালয়ের সামনে সড়কে অবস্থান নিয়ে কর্মবিরতিতে বক্তব্য দেন হাবিবুর রহমান শাহিন প্রমূখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist