জামালপুর প্রতিনিধি

  ২৩ জুলাই, ২০১৭

‘শিক্ষার্থীকে মানসম্মত শিক্ষা দিয়ে মানবসম্পদে রুপান্তর করতে হবে’

দেশের প্রতিটি প্রাথমিক বিদ্যালয় থেকে শিশুদের ঝরেপড়া রোধ করাসহ প্রতিটি শিক্ষার্থীকে মানসম্মত শিক্ষা দিয়ে দেশের মানুষকে মানবসম্পদে রুপান্তর করতে হবে বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান। গতকাল শনিবার দুপুরে জামালপুরে অনুষ্ঠিত মা সমাবেশ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, দেশের সকল শিশুকে মানসম্মত শিক্ষা দিতে হবে। এসময় বিশেষ অতিথি ছিলেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি, সাবেক ভূমি মন্ত্রী রেজাউল করিম হীরা এমপি। মোস্তাফিজুর রহমান এমপি আরও বলেন, ‘বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশই হতো না। আবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় না এলে এদেশে যুদ্ধাপরাধীর বিচার হতো না, এদেশে একসঙ্গে এতগুলো স্কুল জাতীয়করণ হতো না এবং শিক্ষকের বেতন বৃদ্ধি পেত না, নিজের টাকায় পদ্মা সেতু ও হাতিরঝিল প্রকল্প বাস্তবায়ন হতো না। জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: রাসেল সাবরিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জামালপুর জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহম্মেদ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার রওনক জাহান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম, জেলা শিক্ষা কর্মকর্তা মো. মোখলেছুর রহমান, জামালপুর পৌর মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি, সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা মোবাখখারুল ইসলাম মিজান প্রমুখ। এই মতবিনিময় অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি, সদস্য, শিক্ষকগণ, শিক্ষার্থীদের মাসহ দুই সহ¯্রাধিক প্রতিনিধি উপস্থিত ছিলেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist