তানোর (রাজশাহী) প্রতিনিধি

  ২২ জুলাই, ২০১৭

৮ বছরে এলজিইডির ব্যয় শত কোটি টাকা

রাজশাহীর তানোর উপজেলায় গত আট বছরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)র মাধ্যমে প্রায় শত কোটি টাকা ব্যয় হয়েছে। বিগত ২০০৯ থেকে ২০১৭ সালের ৩০ জুন পর্যন্ত অবকাঠামের নির্মাণসহ উন্নয়নমূলক কাজের বাস্তবায়নে এই ব্যয় করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রায় শত কোটি টাকা ব্যয়ে তানোর উপজেলা সদর থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামাঞ্চলে উন্নয়নমূলক কাজের মধ্যে রয়েছে-বিভিন্ন প্রকল্পের মাধ্যমে প্রায় ১০২ কিলোমিটার রাস্তা রক্ষণাবেক্ষণ, প্রায় ১০৫ কিলোমিটার নতুন রাস্তা পাকাকরণ, বিভিন্ন এলাকায় তিনটি ব্রিজ নির্মাণ, প্রায় এক হাজার ৫৪১ মিটার এ্যাপ্রোচ সড়ক নির্মাণ, ৩৩টি কালভ্রাট নির্মাণ. ১২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন পুনঃনির্মাণ, ৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন মেরামত, উপজেলা শিক্ষা অফিসের সম্প্রসারণ ভবন ১টি, ২টি ইউনিয়ন পরিষদ ইউপির নতুন ভবন নির্মাণ, ৩টি হাটের উন্নয়ন, অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের বাসস্থান নির্মাণ ১টি নির্মাণ করা হয়েছে। এছাড়াও চলতি অর্থবছরে জিওবি রক্ষাণাবেক্ষণের আওতায় প্রায় ১০ কি.মি. রাস্তার সংস্কার কাজ সম্পন্ন করা হয়েছে। অপরদিকে ‘এসআরআইআইপি’ আওতায় কলমা ও পাচন্দর ইউনিয়নে প্রায় ২০ কিলোমিটার সংযোগ সড়কের কাজ সম্পন্ন হতে চলেছে। এছাড়াও চলতি অর্থবছরে ‘জিআরডিআরআইডিপি’ প্রকল্পের আওতায় প্রায় ১০ কিলোমিটার রাস্তা নির্মাণের অনুমোদন হয়েছে এবং নির্মাণ প্রক্রিয়াধিন রয়েছে। স্থানীয় সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীর সংশ্লিতায় এসব কাজ দেখভাল করেন উপজেলা প্রকৌশলী আব্দুল্লাহ আল-মামুন। এ ব্যাপারে প্রকৌশলী আব্দুল্লাহ আল-মামুন বলেন, বিগত ২০০৯ সাল থেকে অদ্যবধি উপজেলায় বিভিন্ন প্রকল্পের আওতায় উন্নয়নমূলক কাজগুলো জলবায়ু পরিবর্তনের সঙ্গে সমন্বয় রেখে বাস্তবায়ন করা হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist