উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি

  ২১ জুলাই, ২০১৭

দফতরি নিয়োগে অনিয়ম-দুর্নীতি

বঞ্চিত হয়ে বিদ্যালয়ের মাঠ দখল

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গতকাল বৃহস্পতিবার প্রায় ৮৪ বছরের পুরানো কাজীপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনের নিজস্ব জায়গা উদ্ধার করা হয়েছে। কাজীপাড়া গ্রামের হাফিজুর রহমান নামের একজনকে বিদ্যালয়টির দপ্তরি কাম নৈশ্য প্রহরি পদে নিয়োগ না পাওয়ায় তার অভিভাবকেরা এ জায়গা দখলে নেয়। উল্লাপাড়া উপজেলা প্রশাসন দখলি জমি থেকে কাটা তারের বেড়া ও লাগানো গাছ উচ্ছেদ করে দিয়েছে। উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশি ইউনিয়নের কাজীপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়টি ১৯৩৩ সালে প্রতিষ্ঠা হয়েছে। অতি সম্প্রতি বিদ্যালয়টিতে দপ্তরি কাম নৈশপ্রহরি পদে চাকুরিতে কোরবান আলী নামের একজন নিয়োগ পেয়েছে। এদিকে কাজীপাড়া গ্রামের সিদ্দিক মন্ডলের ছেলে হাফিজুর মন্ডল এ পদে আবেদন করে। সে এ পদে নিয়োগ না পেলে তার অভিভাবকেরা ক্ষিপ্ত হয়ে ওঠে। এরা বিদ্যালয়টির পরিচালনা কমিটির সদস্যসহ শিক্ষকদের বিভিন্ন হুমকি ধামকি দিতে থাকে। এর এক পর্যায়ে গত বুধবার সকালে কাজীপাড়া গ্রামের মজির মন্ডলের তিন ছেলে ইদ্রিস মন্ডল, সিদ্দিক আলী মন্ডল, শহিদুল মন্ডল ও হবিবর মন্ডলের চার ছেলে হেলাল মন্ডল, বেল্লাল মন্ডল, রঞ্জু মন্ডল, বাবু মন্ডলসহ আরো বারো থেকে পনেরো জনের একটি দল বিদ্যালয়টির পাকা ভবনের সামনের খোলা জায়গা ঘিরে কাটা তারের বেড়া দেয়। সে সঙ্গে পুরো মাঠজুড়ে কাঠের গাছ লাগায়। এ বেড়া দিয়ে বিদ্যালয়ের সরকারী জায়গা দখল এবং শিক্ষার্থীদের ক্লাসরুমে আসা যাওয়া করতে অসুবিধা হওয়ায় পুরো বিষয় নিয়ে উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার বরাবরে অভিযোগ করা হয়। এ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও ইউপি সদস্য নাসির উদ্দিন এ অভিযোগ করেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist