মৌলভীবাজার প্রতিনিধি

  ১৮ জুলাই, ২০১৭

মৌলভীবাজারে ‘চাঁদাবাজ’ হাতি

বড়, ছোট দোকান কিংবা ফুটপাতের দোকানে ঘুরছে হাতি। হাতির পিঠে বসা মাহুত। দোকানের সামনে দাঁড়িয়ে শুঁড় দিয়ে দিচ্ছে সালাম। শুঁড় এগিয়ে দিচ্ছে দোকানদারের দিকে। যতক্ষণ পর্যন্ত শুঁড়ের মাথায় টাকা দিচ্ছেন না, ততক্ষণ পর্যন্ত শুঁড় তুলছে না হাতিটি। হাতিটি দোকানদারের কাছ থেকে টাকা নিয়ে দিচ্ছে মাহুতের কাছে। মাহুত গুনছেন টাকা। মাহুত এভাবেই প্রতি দোকান থেকে ১০টাকা থেকে ১০০ টাকা করে চাঁদা নিচ্ছে। দোকানিদের ফোনে আসে পুলিশ। মাহুতসহ হাতিকে নিয়ে যায় থানায়। গত রোববার সন্ধ্যায় মৌলভীবাজার পৌর শহরে দেখা মিলে হাতিটির। দোকানদাররা জানান, গত রোববার সন্ধা থেকে পশ্চিমবাজার ও কুসুমবাগ এলাকা থেকে হাতি দিয়ে চাঁদা তোলা শুরু হয়। এর আগে শহরের অন্যান্য এলাকা থেকে চাঁদা তোলা হয়।

মৌলভীবাজার কুসুমবাগ শহরের আমের ব্যবসায়ী তারেক আহমদ বলেন, টাকা না দিলে হাতি দোকানের সামনে থেকে সরে না। বাধ্য হয়ে ১০ টাকা দিয়েছি।

লাইব্যেরী ব্যবসায়ী আব্দুল মুহিত বলেন, প্রায় সময় এভাবে হাতি দিয়ে চাঁদা আদায় করে। আমরা বাধ্য হয়ে টাকা দেই।

মৌলভীবাজার মডেল থানার ওসি সোহেল আহমদ বলেন, হাতি দিয়ে চাঁদা তোলা হচ্ছে। এমন সংবাদ পাওয়ার পর পুলিশ পাঠানো হয়েছে। এরপর আবার এলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এভাবেই বিভিন্নœ যানবাহন ও দোকানে হাতি দিয়ে চাঁদা তুলছে মাহুত। আর এলাকাবাসীর অভিযোগ, পেয়ে পুলিশ গিয়ে হাতির মাহুতকে আটক করে থানায় নিয়ে যায় এবং জিজ্ঞাসাবাদ করেই ছেড়ে দেয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist