পটুয়াখালী প্রতিনিধি

  ১৭ জুলাই, ২০১৭

মির্জাগঞ্জে অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে নেই বিদ্যুৎ সংযোগ

পটুয়াখালী মির্জাগঞ্জ উপজেলায় ২০৩টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ১২৩টি বিদ্যালয়ে বিদ্যুৎ সংযোগ নেই। ফলে এই উপজেলার প্রত্যন্ত অঞ্চলের কোমলমতি শিক্ষার্থীরা ডিজিটাল পদ্ধতিতে শিক্ষা গ্রহন থেকে বঞ্চিত হচ্ছে। অথচ সরকারি ও বেসরকারি ভাবে বিভিন্ন বিদ্যালয়ে ল্যাপটপ এবং মাল্টিমিডিয়া প্রজেক্টর বিতরণ কার্যক্রম চলছে। যেসব বিদ্যালয়ে বিদ্যুতের ব্যবস্থা নেই তাদের এই সরঞ্জাম কোন কাজে আসছেনা।

উপজেলা মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, মির্জাগঞ্জে ২০৩টি স্কুল, কলেজ ও মাদরাসা রয়েছে। তৎমধ্যে পূর্ব মির্জাগঞ্জ এস.এম মাধ্যমিক বিদ্যালয়, আমড়াগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়, সুবিদখালী খাতুনে জান্নাত বালিকা দাখিল মাদ্রাসা, হাওলাদার ফাউন্ডেশন ওমেন্স কলেজ, আন্দুয়া আমিনিয়া দাখিল মাদ্রাসা, চত্রা ওলামা মঞ্জিল আল আমিন দাখিল মাদরাসা, বাজিতা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়, আন্দুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর চৈতা সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর রানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, গাবুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ ১২৩টি শিক্ষা প্রতিষ্ঠানে বিদ্যুৎ সংযোগ নেই। বাজিতা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফজলুল করিম জানান, বিদ্যালয়ের পাশেই মাত্র ১’শ ফুট দুরে বিদ্যুতের লাইন আছে। শুধু একটি খুঁটি হলেই আমরা এ বিদ্যালয়ের বিদ্যুৎ সংযোগ পেতে পারি। বিদ্যুৎহীন বিদ্যালয়ের শিক্ষার্থীদের একদিকে ডিজিটাল পদ্ধতিতে শিক্ষা গ্রহন ব্যহত হচ্ছে। অপর দিকে প্রচন্ড গরমে শ্রেণি কক্ষে পাঠদানে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist