ঝালকাঠি প্রতিনিধি

  ২৪ জুন, ২০১৭

ইভটিজিংয়ের অভিযোগে যুবকের কারাদন্ড

ঝালকাঠিতে এক স্কুলছাত্রীকে ইভটিজিং করার অভিযোগে সুজন সিকদার (২২) নামে এক যুবককে এক মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ মকবুল হোসেন এ দন্ডাদেশ প্রদান করেন। অভিযুক্ত সুজন ঝালকাঠি সদর উপজেলার আগরবাড়ি গ্রামের আফতার আলী সিকদারের ছেলে।

ঝালকাঠি সরকারি মহিলা কলেজের সামনের সড়কে তিন স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করে বখাটে কয়েকজন যুবক। স্কুলছাত্রীরা ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বখাটেদের সঙ্গে বাগ্বিতন্ডা হয়। এ সময় অতিরিক্ত পুলিশ (সদর সার্কেল) এম এম মাহমুদ হাসান (পিপিএম সেবা) সিসি ক্যামেরায় বিষয়টি দেখতে পেয়ে বখাটে সুজন সিকদারকে আটক করলেও অন্যরা পালিয়ে যায়। আটক সুজন সিকদারকে ঝালকাঠি ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে এক মাসের দন্ডাদেশ প্রদান করা হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist