নরসিংদী প্রতিনিধি

  ২৪ জুন, ২০১৭

ডাইং কারখানার বর্জ্যে ব্রহ্মপুত্র দূষণ

নরসিংদী সদর উপজেলায় কারখানার বর্জ্য ফেলায় দূষিত হচ্ছে ব্রহ্মপুত্র নদ। এর মধ্যে বেশির ভাগ কারখানার পরিবেশ অধিদফতরের ছাড়পত্র নেই। এসব কারখানার তরল বর্জ্য এবং অপরিকল্পিতভাবে বিভিন্ন স্থানে ময়লার স্তূপ জমে নদটির স্বাভাবিক পানির প্রবাহ প্রায় বন্ধ হয়ে গেছে। বর্জ্য আর আবর্জনার কারণে পানি কালো রং ধারণ করেছে। দূষিত পানির দুর্গন্ধ পরিবেশের ওপর বিরূপ প্রভাব ফেলছে।

পরিবেশ অধিদফতরের নরসিংদী কার্যালয় সূত্রে জানা গেছে, সদর উপজেলায় রয়েছে ছোট-বড় ৫০টি ডাইং কারখানা। এর মধ্যে গত কয়েক বছরে ৪৫টি কারখানা তরল বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) তৈরি করেছে। বাকি পাঁচটির ইটিপি নির্মাণাধীন অবস্থায় রয়েছে। তবে অভিযোগ রয়েছে, কারখানাগুলোতে ইটিপি থাকলেও খরচ কমাতে বেশির ভাগ সময় তা বন্ধ রাখা হয়। এ ছাড়া বেশ কিছু কারখানার ইটিপি যন্ত্র প্রয়োজনের তুলনায় ছোট হওয়ায় সঠিকভাবে বর্জ্য পরিশোধন করা সম্ভব হচ্ছে না; ফলে অপরিশোধিত বর্জ্য সরাসরি ব্রহ্মপুত্র নদে ফেলায় নদটির পানি মারাত্মকভাবে দূষিত হচ্ছে।

সম্প্রতি সরেজমিন সদর উপজেলার ব্রহ্মপুত্র নদ ঘুরে দেখা গেছে, নদটি নরসিংদীর ২৫ কিলোমিটার এলাকাজুড়ে বহমান। এর মধ্যে সদর উপজেলার পাঁচদোনা-শেখেরচর-রংপুর এলাকার ১০ কিলোমিটার অংশে নদের উভয় পাশের তীরঘেঁষে গড়ে তোলা হয়েছে শিল্পকারখানা। আর এসব কারখানার বর্জ্য পরিশোধন না করেই প্রতিদিন নদে ফেলা হচ্ছে। এই বিষাক্ত বর্জ্য ব্রহ্মপুত্রের শাখা নদ হয়ে মেঘনায় গিয়ে মিশছে।

নরসিংদী চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট আবদুল্লাহ আল মামুন বলেন, ‘খরচ কমাতে কোনো কোনো কারখানা দিনে ইটিপি চালু রাখলেও রাতে বন্ধ রাখেÑএমন অভিযোগ আমিও পেয়েছি। ছাড়পত্র নেই এমন বেশ কয়েকটি কারখানা ছাড়পত্রের জন্য পরিবেশ অধিদফতরে আবেদন করে রেখেছে। কিন্তু তারা ছাড়পত্র পাচ্ছে না।’ প্রশাসনের কর্মকর্তারা জানায়, ‘ইটিপি চালু করা হচ্ছে না, এমন অভিযোগ পেয়ে আমরা অভিযানে যাই। কিন্তু ততক্ষণে কারখানা কর্তৃপক্ষ ইটিপি চালু করে ফেলে।’ স্থানীয়রা উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘দূষণ বন্ধে গণসচেতনার বিকল্প নেই। এ ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist