নারায়ণগঞ্জ প্রতিনিধি

  ২৪ জুন, ২০১৭

৯ যানবাহনকে জরিমানা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৯টি যানবাহনকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে মহাসড়কের শিমরাইল মোড় ডাচ্ বাংলা ব্যাংকের সামনে নারায়ণগঞ্জ বিআরটিএ’র নির্বাহী ম্যাজিষ্ট্রেট সজিদ হাওলাদারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এসময় মহানড়কে নিষিদ্ধ ৬টি লেগুনা এবং দিনের বেলায় মহাসড়কে চলাচলে নিষিদ্ধ থাকায় ৩টি ট্রাককে সর্বমোট ৯ হাজার টাকা জরিমানা করা হয়। বিআরটিএ’র নির্বাহী ম্যাজিষ্ট্রেট সজিদ হাওলাদার জানায়, বৈধ কোন অনুমোদন না থাকলেও লেগুনা পরিবহন মহাসড়কে চলাচল করে বিঘ্ন ঘটচ্ছে। এছাড়া ঈদে ঘরমুখী যাত্রীদের যাত্রায় যেন কোন বিঘ্ন না ঘটে সে জন্য গত বৃহম্পতিবার রাত ১২টা থেকে মহাসড়কে ট্রাক চলাচল নিষিদ্ধ করা হয়েছে।

.সেজন্য এসব যানবাহনকে জরিমানা করা হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist