ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

  ১৯ জুন, ২০১৭

পরিবহনকে ‘প্রতিবন্ধীবান্ধব’ করার উদ্যোগ জেলা পুলিশের

ব্রাহ্মণবাড়িয়ায় পরিবহন ব্যবস্থাকে প্রতিবন্ধীবান্ধব করে তুলতে উদ্যোগ নিয়েছে জেলা পুলিশ। এ ঘটনায় প্রতিবন্ধীদের মধ্যে উচ্ছ্বাস ও স্বস্তি ফিরে এসেছে। এর অংশ হিসেবে গতকাল রোববার বেলা সোয়া ১১টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের কাউতলী বাস স্ট্যান্ডে বেশ কয়েকটি যাত্রীবাহি লোকাল বাসে প্রতিবন্ধী ও মহিলাদের জন্য ৩টি আসন সংক্ষণের স্টিকার লাগানো হয়েছে। জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমান এসব স্টিকার লাগান। পুলিশ সুপারের সাথে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসাইন, জ্যেষ্ঠ সহকারি পুলিশ সুপার আবু সাঈদ, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, জেলা পুলিশের বিশেষ শাখার ডিআইও-১ ইমতিয়াজ আহমেদ, সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীর হোসেন, জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই) মো. মজিবুর রহমান প্রমুখ। এসময় পুলিশ সুপার মো. মিজানুর রহমান বাসের যাত্রীদের উদ্দেশ্যে বলেন, ‘প্রতিবন্ধীরা আমাদেরই কারো না কারো স্বজন। তাদের দিকে আমাদের করুণা নয় বরং বিশেষ দৃষ্টি দিতে হবে। ব্রাহ্মণবাড়িয়ার কোনো পরিবহনেই প্রতিবন্ধী ও মহিলাদের আসন সংরক্ষ করা নেই। প্রতিটি পরিবহনে প্রতিবন্ধী ও মহিলাদের আসন নিশ্চিত করার জন্যই জেলা পুলিশ উদ্যোগ নিয়েছে। পর্যায়ক্রমে জেলা থেকে দূরপাল্লার বিভিন্ন রুটে চলাচালকারী পরিবহনগুলোতে প্রতিবন্ধী ও মহিলাদের আসন নিশ্চিত করা হবে। জেলা পুলিশের এমন মহতী উদ্যোগে উচ্ছসিত ব্রাহ্মণবাড়িয়ার প্রতিবন্ধী ও প্রতিবন্ধী কল্যাণে নিয়োজিত সংগঠকরা। ড্রিম ফর ডিসএবলিটির প্রতিষ্ঠাতা হেদায়েতুল আজিজ মুন্না বলেন, পুলিশ সুপার মিজানুর রহমান পুরো মাত্রায় একজন সংবেদশীল প্রতিবন্ধীবান্ধব কর্মকর্তা। প্রতিবন্ধীদের কল্যাণে এর আগেও তিনি ব্যাপক কাজ করেছেন। পরিবহনকে প্রতিবন্ধী বান্ধব করার কর্মসূচী আমাদেরকে দারুণভাবে উচ্ছসিত ও উজ্জীবিত করেছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist