চট্টগ্রাম ব্যুরো

  ১৬ জুন, ২০১৭

যানজট নিরসনে পুলিশের পাশে ৩০ স্বেচ্ছাসেবক

রমজানের রাতে চট্টগ্রাম নগরের যানজট নিরসনে ট্রাফিক পুলিশের পাশাপাশি কাজ শুরু করেছেন ৩০ জন স্বেচ্ছাসেবক। বাংলাদেশ ট্রাফিক অ্যাওয়ারনেস ক্লাবের এই তরুণেরা যানজট নিয়ন্ত্রণে বৃহস্পতিবার রাত থেকে পুলিশের সঙ্গে কাজ করছেন। এর আগে বিকেল ৪ টার দিকে চট্টগ্রাম নগরের প্রবর্তক মোড় এলাকায় এই কার্যক্রমের উদ্বোধন করেন পুলিশ কমিশনার মো. ইকবাল বাহার। তিনি বলেন, নগরের মার্কেটগুলোর সামনে যাতে যানজট না হয়, সে জন্য স্বেচ্ছাসেবকরা বৃহস্পতিবার থেকে কাজ করবেন। ২৪ জুন পর্যন্ত প্রতিদিন রাত ৮টা থেকে ১২টা পর্যন্ত সময়ে স্বেচ্ছাসেবকরা কাজ করবেন। একই সঙ্গে মানুষকে ট্রাফিক আইন সম্পর্কেও সচেতন করবেন তারা। চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (জনসংযোগ) আনোয়ার হোসেন বলেন, কল্লোল সুপার মার্কেট থেকে আফমি প্লাজা পর্যন্ত একটি জোন এবং স্যানমার ওসান সিটি এলাকায় আরেকটি জোন নিয়ে ৩০ জন স্বেচ্ছাসেবী কাজ করবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist