নাটোর প্রতিনিধি

  ১৫ জুন, ২০১৭

ভোজ্যতেল ব্যবহারের ওপর কর্মশালা

নাটোরে আয়োডিনযুক্ত লবণ ও ভিটামিন ‘এ’ সমৃদ্ধ ভোজ্য তেল ব্যবহারের ওপর এক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ২টার দিকে ‘গেইন’-এর আর্থিক সহযোগিতায় ও ‘ক্যাব’ কেন্দ্রীয় কমিটির সহায়তায় ক্যাব নাটোর জেলা শাখা এ কর্মশালার আয়োজন করে। জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ক্যাব নাটোর জেলা শাখার সভাপতি শামীমা লাইজু নীলার সভাপতিত্বে আয়োজিত এই কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন-ক্যাব নাটোর জেলা শাখার সভাপতি শামিমা লাইজু। প্রবন্ধের ওপর আলোচনা করেন জেলা প্রশাসক শাহিনা খাতুন, সিভিল সার্জন ডা. আজিজুল ইসলাম, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, ক্যাব জেলা শাখার সাধারণ সম্পাদক রইস উদ্দিন সরকারসহ অন্যরা। বক্তারা আয়োডিনযুক্ত লবণ ও ভিটামিন ‘এ’ সমৃদ্ধ ভোজ্য তেল ব্যবহারের না করলে যেসব সমস্যা হতে পারে তার ওপর আলোকপাত করে বক্তব্য দেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist