চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

  ১৫ জুন, ২০১৭

সীমান্তে দুই পক্ষের সংঘর্ষ আহত ৭, ককটেল উদ্ধার

শিবগঞ্জের রঘুনাথপুর সীমান্তের নদীর ঘাটে গরু পার করা নিয়ে আবারও দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ৭-৮টি ককটেল বিস্ফোরণ ঘটে। এতে অন্তত সাতজন আহত হয়েছেন। এ ছাড়া ছয়টি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার বেলা পৌনে ১২টার দিকে। প্রত্যক্ষদর্শীরা জানান, রঘুনাথপুর সীমান্তের নদীর ঘাট দিয়ে গরু পার করাকে কেন্দ্র করে ১১ তারিখের জের ধরে ওই এলাকার আমিন ও হাবিবুর নামে রাখালের সঙ্গে বিটমালিক পক্ষের লোকজনের সঙ্গে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আমিন ও হাবিবুরের সঙ্গে বিটমালিক খালেক ও নাসিরুলের লোকজনের সংঘর্ষ হয়। এতে আহত হন কুকড়িপাড়ার দাসুর ছেলে আমিন (২০), জয়নালের ছেলে হাবিবুর (৩০), জিয়াউর রহমানের স্ত্রী রফিনা খাতুন (৩০), জালাল উদ্দিনের ছেলে টুটুল (১০) ও সফিকুল ইসলামের ছেলে রুবেলসহ (২৪) আরো কয়েকজন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist