নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

  ২৮ মে, ২০১৭

নবীগঞ্জে সড়ক পুনঃসংস্কারের কাজে ব্যাপক অনিয়ম-দুর্নীতি

গণরোষের মুখে পালালেন ঠিকাদার

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় একটি সড়কের পুনঃ সংস্কারকাজের ৩৭ লাখ টাকা বরাদ্দের কাজে ঠিকাদারি প্রতিষ্ঠান মনগড়া ও অনিয়ম-দুর্নীতির মাধ্যমে কাজ করায় কাজ বন্ধ করে দিয়েছেন স্থানীয়রা।

জানা গেছে, হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার আউশকান্দি (হীরাগঞ্জ) বাজার থেকে রুস্তমপুর টোলপ্লাজা পর্যন্ত সড়কের পুনঃ সংস্কারের কাজ ১৫ দিন আগে হবিগঞ্জের এক ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শুরু করে। এতে সংস্কারের কাজে পাথরের পরিবর্তে নিম্ন মানের ইটের সুরকি কংক্রিট ব্যবহার করে ঠিকাদারি প্রতিষ্ঠান। এক ইঞ্চি পুরু কার্পেটিংয়ের কথা থাকলেও তার ৪-৫ মিলিমিটার পরিমাণ কার্পেটিং করে। নিচের মাটি না সরিয়ে ও বিটুমিনের পরিবর্তে জ্বালানি মবিল দিয়ে কার্পেটিংয়ের কাজ করায় একদিকে কাজ হচ্ছে, অপরদিকে কার্পেটিং উঠে যাচ্ছে। এই অবস্থা দেখে গত রোববার দুপুরে স্থানীয় হাজারো মানুষ একত্রিত হয়ে নির্মাণকাজ বন্ধ করে দেন। তারপর থেকে ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ ফেলে উধাও রয়েছে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মুুহিবুর রহমান হারুন জানান, ওই সড়কের নির্মাণকাজের যেভাবে অনিয়ম হয়েছে, তা জনগণ মেনে নেবে না। তবে বিষয়টি গুরুতর মনে হয় না নবীগঞ্জ এলজিইডি অফিসের প্রকৌশলী সৈয়দুর রহমানের ভাষ্যে। যোগাযোগ করা হলে তিনি জানান, পুনঃ সংস্কারকাজে কিছু অনিয়ম হতে পারে। তবে অনিয়ম অবশ্যই খতিয়ে দেখার কথা বলে তিনি বলেন, ‘ইতোমধ্যে আমি জেনেছি ঠিকাদারি প্রতিষ্ঠান আর কাজ করবে না।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist