পাবনা প্রতিনিধি

  ২৪ মে, ২০১৭

ব্যবহারিক পরীক্ষার নামে অর্থ বাণিজ্য!

পাবনার বেড়া উপজেলার প্রায় প্রতিটি কলেজে ব্যবহারিক পরীক্ষার নামে শিক্ষকদের বিরুদ্ধে এইচএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে অর্থ আদায় ও খাতা বাণিজ্যের অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, উপজেলার বেড়া কলেজ, আলহেরা একাডেমি (স্কুল অ্যান্ড কলেজ), মঞ্জুর কাদের মহিলা ডিগ্রি কলেজ, কাশীনাথপুর মহিলা ডিগ্রি কলেজ ও মাশুন্দিয়া-ভবানীপুর কেজেবি ডিগ্রি কলেজের বিজ্ঞান বিভাগের পদার্থ, রসায়ন, জীব, গণিত, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের শিক্ষকদের বিরুদ্ধে প্রতি বিষয়ের ব্যবহারিক খাতা বাবদ ১০০ টাকা ও ব্যবহারিক পরীক্ষা বাবদ পৃথকভাবে ২০০ টাকা করে পরীক্ষার্থীপ্রতি মোট প্রায় ১২০০-১৩০০ টাকা করে আদায়ের অভিযোগ পাওয়া গেছে। ধার্যকৃত টাকা না দিলে সংশ্লিষ্ট বিষয়ের ব্যবহারিক পরীক্ষায় ফেল করিয়ে দেওয়া অথবা কম নম্বর দেওয়ার হুমকিসহ ব্যবহারিক খাতায় স্বাক্ষর না করার অভিযোগও উঠেছে সংশ্লিষ্ট শিক্ষকদের বিরুদ্ধে। শিক্ষকদের এই হুমকিতে অনেক গরিব ও অসহায় শিক্ষার্থীকে বিপাকে পড়তে হয়েছে। কাশীনাথপুর মহিলা কলেজের একাধিক ছাত্রী নাম প্রকাশ না করার শর্তে জানায়, ‘ফরম ফিলাপের সময় যাবতীয় ফি পরিশোধ করা হয়েছে। এর পরও আমাদের কাছ থেকে শিক্ষকরা জোর করে অর্থ আদায় করছেন।’ কাশীনাথপুর মহিলা ডিগ্রি কলেজের অভিভাবকরা অভিযোগে জানান, ‘ওই কলেজের তথ্য ও প্রযুক্তির শিক্ষক মাসুদ বিন আমিন বিপ্লব কলেজের ছবিসংবলিত খাতা প্রেস থেকে ছেপে ছাত্রীদের কাছে বাধ্যতামূলক ৩০০ টাকা করে বিক্রি করছেন। ওই খাতা না কিনে বাজারের খাতা কিনলে কম নম্বর দেওয়া হবে-বলেও হুমকি দিয়েছেন।’ অভিভাবকরা আরো জানান, এই জাতীয় ব্যবহারিক খাতা বাজারে মাত্র ৫০ টাকায় বিক্রি হচ্ছে।

এ ব্যাপারে অভিযুক্ত শিক্ষক মাসুদ বিন আমিন বিপ্লবকে জিজ্ঞাসা করলে তিনি সাবলীলভাবে বলেন, ‘বাইরের যেসব শিক্ষক পরীক্ষক হয়ে আসেন, তাদের আপ্যায়ন ও যাতায়াতের জন্য এ টাকা নেওয়া হচ্ছে।’ খাতা তৈরি করে বিক্রির বিষয়টি তিনি এড়িয়ে যান। আলহেরা একাডেমির অধ্যক্ষ মকসুদ আলম চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে ব্যবহারিক পরীক্ষার নামে আদায়কৃত অর্থের বিষয়ে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। বেড়া কলেজের অধ্যক্ষ আবদুুর রাজ্জাক বলেন, ‘যেসব পরীক্ষক ব্যবহারিক পরীক্ষার খাতা দেখবেন, তাদের জন্য টাকা তোলা হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist