প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ২৪ মে, ২০১৭

৫৭ ইউপি, ১২ জেলা পরিষদ ও পৌরসভায় ভোট সম্পন্ন

দেশের ৫৭টি ইউনিয়ন পরিষদ, ১২টি জেলা পরিষদ এবং একটি পৌরসভার সাধারণ ও বিভিন্ন পদে উপনির্বাচন এবং পুনঃনির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। আমাদের প্রতিনিধির পাঠানো খবর-

কুড়িগ্রাম : কুড়িগ্রামে রৌমারী ও ফুলবাড়ী উপজেলায় জেলা পরিষদের স্থগিত হওয়া সদস্য পদে নির্বাচন সম্পন্ন হয়েছে। রৌমারীতে স্থগিত হওয়া কেন্দ্রে সদস্য পদে ছয়জন প্রার্থী প্রতিযোগিতা করেন। ক্রিকেট ব্যাট প্রতীক নিয়ে জাইদুল ইসলাম মিনু ৪৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘুড়ি প্রতীক নিয়ে আবদুল কাদের পেয়েছেন ১৮ ভোট। নজরুল ইসলাম বৈদ্যুতিক পাখা প্রতীক নিয়ে পেয়েছেন এক ভোট, বাকি তিন প্রার্থী কোনো ভোট পাননি। রৌমারী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত নির্বাচনে ৬৮ ভোটের মধ্যে বৈধ ভোট ৬৬, অনুপস্থিত এক, বাতিল এক ভোট। বিকেল তিনটার দিকে ভোট গণনা শেষে সময় প্রিজাইডিং অফিসার ওবায়দুর রহমান ক্রিকেট ব্যাট প্রতীকধারী জাইদুল ইসলাম মিনুকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন। অন্যদিকে, ফুলবাড়ী উপজেলার ৬নং ওয়ার্ডের নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। গতকাল ফুলবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত নির্বাচনে ৬৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে তিনজন সদস্য পদে ও তিনজন সংরক্ষিত আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন। সদস্য পদে আওয়ামী লীগের দুই প্রার্থীর মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতায় আহাম্মদ আলী রতন পোদ্দার তালা মার্কা প্রতীক নিয়ে ৩৪ ভোটে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী একই দলের মনিরুজ্জান মানিক নলকূপ প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৩৩টি। হাতি প্রতীক নিয়ে জাতীয় পার্টির প্রভাষক নাজমুল হোসাইনের থলিতে একটি ভোটও পড়েনি। অন্যদিকে, বল প্রতীক নিয়ে আওয়ামী লীগ নেত্রী মোছা. লাভলী বেগম ৬৫ ভোট নিয়ে সংরক্ষিত আসনটিতে জয়লাভ করেন। জেলা নির্বাচন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন নির্বাচনের ফলাফল নিশ্চিত করেছেন।

বগুড়া ও নন্দীগ্রাম : বগুড়া জেলা পরিষদের স্থগিতকৃত তিনটি সাধারণ ওয়ার্ডের সদস্য নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। বগুড়া জেলা নির্বাচন অফিসার দেওয়ান সারওয়ার জাহান জানান, নির্বাচনে বিজয়ী হয়েছেন ১২নং গাবতলী ওয়ার্ডে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এ এইচ আজম খান (টিউবওয়েল), ৬নং নন্দীগ্রাম ওয়ার্ডে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জাহিদুর রহমান (টিউবওয়েল), ১৪নং দুপচাঁচিয়া ওয়ার্ডে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবু সাঈদ ফকির (তালা) বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

এদিকে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ৬নং ওয়ার্ডের সদস্য পদে ভোট সম্পন্ন হয়েছে। মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত ভোটগ্রহণ হয়। উপজেলা নির্বাচন অফিসার আশরাফ আলী জানান, নন্দীগ্রাম ৬নং ওয়ার্ডের সদস্য পদে উপজেলা আওয়ামী লীগ সভাপতি জাহিদুর রহমান (টিউবওয়েল) প্রতীকে ৩৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা যুবলীগের সহসভাপতি আবদুস সালাম (হাতি) প্রতীকে ২৭ ভোট পায়। এ ছাড়া উপজেলা জাসদের সাধারণ সম্পাদক এ কে এম মাহবুবার রহমান রুস্তম (তালা) প্রতীকে ৭ ভোট, সতন্ত্র হিসেবে প্রধান শিক্ষক গোলাম মোস্তফা (বৈদ্যুতিক পাখা) প্রতীকে ১১ ভোট, আওয়ামী লীগ নেতা প্রভাষক আজিজুর রহমান (ঘুড়ি) প্রতীকে শূন্য ভোট ও বিএনপি নেতা সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ শামছুর রহমান (অটোরিকশা) প্রতীকে তিন ভোট পেয়েছেন।

নোয়াখালী : নোয়াখালী জেলা পরিষদের স্থগিত ৯নং ওয়ার্ডের নির্বাচনে সদস্য পদে আওয়ামী লীগ নেতা ও আন্তঃজেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কামাল উদ্দিন (সিএনজি অটোরিকসা) প্রতীক নিয়ে ২৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী শাহাদাত হোসেন শাহেদ (ঘুড়ি) প্রতীক নিয়ে ১৫ ভোট পেয়েছেন। গতকাল বিকেল ৩টায় জেলা নির্বাচন কর্মকর্তা সুধাংশু কুমার সাহা ফলাফলের বিষয়টি নিশ্চিত করে জানান, জিলা পরিষদের ৯নং ওয়ার্ডের স্থগিত কেন্দ্রে ভোটগ্রহনে সদস্য পদে কামাল উদ্দিন নির্বাচিত হয়েছেন।

কুষ্টিয়া : কুষ্টিয়ার মিরপুরে প্রকাশ্যে কেন্দ্রে জোরপূর্বক ভোট দেওয়ার অপরাধে ওয়াহিদ নামের এক নৌকার এজেন্টকে আটক করা হয়েছে। গতকাল চিথলিথা ৪নং কেন্দ্র থেকে সকালে ভোট শুরু হওয়ার এক ঘণ্টা পর এ ঘটনা ঘটে। ৪নং কেন্দ্র ব্র্যাক স্কুল কেন্দ্রের প্রিজাইডিং অফিসার গোপেশ চন্দ্র সরকার জানান, প্রকাশ্যে কেন্দ্রে জোরপূর্বক ভোট দেওয়ার অপরাধে তাকে আটক করে জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এম এম মোর্শেদ।

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গতকাল বড়হর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের জহুরুল হাসান নান্নু বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি নৌকা প্রতীকে নয় হাজার ৩৮৭ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র পরিচয়ে বিএনপির বিদ্রোহী প্রার্থী শফিকুল ইসলাম ঘোড়া প্রতীক নিয়ে চার হাজার ৮৭১ ভোট পেয়েছেন। মোট ১২টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

আমতলী (বরগুনা) : বরগুনার তালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী বিজয়ী হয়েছেন। আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী মো. সুলতান ফরাজী তিন হাজার ৩২৯ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ বিদ্রোহী কবির আকন পেয়েছেন এক হাজার ৯৩৭ ভোট।

জয়পুরহাট : ক্ষেতলাল পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামীলীগের মনোনিত প্রার্থী সিরাজুল ইসলাম নৌকা প্রতীক নিয়ে ৮ হাজার ৫৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী সতন্ত্র প্রার্থী নবিউল ইসলাম চৌধুরী জগ প্রতীক নিয়ে পেয়েছেন ৪ হাজার ৬২৫ ভোট। ভোট গণনা শেষে গতকাল রাতে নির্বাচন কমিশন অফিস এ ফলাফল ঘোষণা করেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist