মাধবপুর (হবিগঞ্জ)প্রতিনিধি

  ২০ মে, ২০১৭

সংখ্যালঘুর জায়গায় ঘর নির্মাণের চেষ্টা

হবিগঞ্জের মাধবপুরে আদালতের আদেশ অমান্য করে সংখ্যালঘুর জায়গায় ঘর নির্মাণের চেষ্টা করছে একটি প্রভাবশালী মহল। জানা গেছে, উপজেলার তেলিয়াপাড়া সুরমা গ্রামের ধীরেন্দ্র সরকারের জায়গা একটি প্রভাবশালী চক্র জোরপূর্বক দখল করার হুমকি দেয়। এ ঘটনায় ধীরেন্দ্র সরকার বাদি হয়ে ১৩ মে হবিগঞ্জ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে নিষেধাজ্ঞা চেয়ে একটি মামলা দায়ের করেন। মামলার পর ১৪ মে খুর্শিদ মিয়া তার দলবল নিয়ে ধীরেন্দ্র সরকারের জায়গায় ঘর নির্মাণের চেষ্টা চালায়। জমিতে ফলানো বিভিন্ন শাকসবজি নষ্ট করে দেয়। এতে ধীরেন্দ্র সরকারের কয়েক হাজার টাকার ক্ষতি হয়। মাধবপুর থানার সহকারী উপ-পরিদর্শক(এএসআই) সুখলাল সরকার জানান, ‘খুর্শিদ মিয়ার লোকজন আদালতের নির্দেশ অমান্য করে ঘর নির্মাণ করতে গেলে পুলিশ তাদের বাধা দেয়।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist