ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা

  ২৯ মার্চ, ২০১৭

পাওনা টাকা চেয়ে উল্টো বিপদে ব্যবসায়ী

পাওনা টাকা চাইতে গিয়ে উল্টো বিপদে পড়েছেন এক ব্যবসায়ী। বকেয়া তো পাচ্ছেনই না, উল্টো তার কাছে দাবি করা হচ্ছে মোটা অংকের টাকা। না দিলে তাকে জামায়াত-শিবিরের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ এনে মামলায় ফাঁসানোর হুমকি দিয়েছে একটি অসাধু চক্র। এমন অভিযোগ করেছেন যশোরের ঝিকরগাছার পুলেরহাট বাজারের ব্যবসায়ী আব্দুর রউফ। বিষয়টি যশোর পুলিশ সুপারসহ পদস্থ পুলিশ কর্মকর্তাদের অবগত করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

অভিযোগ থেকে জানা যায়, স্থানীয় রড-সিমেন্টের প্রতিষ্ঠিত ব্যবসায়ী আব্দুর রউফ এলাকার মেসার্স মুন্সী ট্রেডার্সের মালিক। কৃষ্ণবাটি এলাকার জনাব আলী ব্যাপারীর ছেলে লাবু তার কাছ থেকে বাকিতে প্রায় ৩০ লাখ টাকার মাল নেন। এর পর থেকেই লাবু ওই পাওনা পরিশোধে টালবাহানা শুরু করেন। একপর্যায়ে লাবু তার একটি ট্রাক ২০ লাখ টাকা দাম ধরে রউফকে বুঝিয়ে দেন। তবে সেটি পরে আবার ছিনিয়েও নেন। পরে কৃষ্ণবাটির মৌজায় লাবু ৩০ শতক জমি দেওয়ার কথা বলে ৫ শতক জমি কম দেন। এরপর লাবু ওই জমিতে খুঁটি পুঁতে সেখানে মালিকানা দাবি করেন। এসবের প্রতিবাদ করায় লাবু ও তার লোকজন তাকে বিভিন্নভাবে হয়রানি করছে বলে দাবি করেন রউফ। এমনকি তাকে জামায়াত-শিবিরের লোক ও জঙ্গি প্রমাণ করার চেষ্টা চালাচ্ছে বলে তিনি অভিযোগ করেন। এ ব্যাপারে যশোরের পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানান ভুক্তভোগী রউফ। এ ব্যাপারে অভিযুক্ত লাবুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি তার ব্যাপারে এসব অভিযোগ অস্বীকার করেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist