প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ২৮ মার্চ, ২০১৭

সারা দেশে স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

৪৭তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস দেশের বিভিন্ন স্থানে নানা কার্যক্রমের মধ্যদিয়ে পালিত হয়েছে। গত রোববার অনুষ্ঠিত এই কার্যক্রমের মধ্যে আছে তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা, মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ ও প্রতীকৃতিতে পুস্পস্তবক অর্পন, র‌্যালি, কুচকাওয়াজ, আলোচনা সভা, চিত্রাঙ্কন-রচনা প্রতিযোগিতা, আলোকচিত্র-চলচ্চিত্র প্রদর্শনী, মুক্তিযোদ্ধা সংবর্ধনা, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বধ্যভূমি ও গণকবরে পুস্পমাল্য অর্পন, দোয়া অনুষ্ঠান ও অন্যান্য। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবরÑ

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম নগরের কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি, ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, চসিক মেয়র আ.জ.ম নাছির উদ্দীন, জেলা পরিষদের চেয়ারম্যান এমএ সালাম ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এছাড়া বিভাগীয় কমিশনার, রেঞ্জ ডিআইজি, মহানগর পুলিশ কমিশনার, পুলিশ সুপার, জেলা প্রশাসক, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ একাত্তরের শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

নরসিংদী : রায়পুরা উপজেলা আওয়ামী লীগ ও সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গতকাল বিকেলে এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক মন্ত্রী, নরসিংদী-৫ আসনের এমপি রাজিউদ্দিন আহমেদ রাজু। অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রাজিব আহমেদ পার্থ।

গাজীপুর : গাজীপুর সিটি প্রেসক্লাবের কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি মঞ্জুর হোসেন মিলন, সাবেক এপিপি আসাদুল্লাহ বাদল, মো. রেজাউল বারী বাবুল, মাহমুদুল হাসান শোয়েব প্রমুখ।

নড়াইল : নড়াইলে বিভিন্ন কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. হেলাল মাহমুদ শরীফ, এসপি সরদার রকিবুল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. প্রমুখ।

পটুয়াখালী : পটুয়াখালী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক ধর্ম প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব অ্যাড: মো: শাহজাহান মিয়া, জেলা প্রশাসক একেএম শামিমুল হক ছিদ্দিকী, জেলা পরিষদ প্রশাসক খান মোশারফ হোসেন, এসপি সৈয়দ মোসফিকুর রহমান প্রমুখ।

নীলফামারী : নীলফামারীতে কার্যক্রমে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জাকীর হোসেন, এসপি জাকীর হোসেন খাঁন প্রমুখ। এছাড়া জেলা সদরসহ ডোমার, ডিমলা, জলঢাকা, কিশোরীগঞ্জ ও সৈয়দপুর উপজেলায় যথাযোগ্য মর্যদায় দিবসটি পালন করা হয়েছে।

নবাবগঞ্জ (ঢাকা) : ঢাকার নবাবগঞ্জ ও দোহার উপজেলার স্মৃতিস্তম্ভে পুস্পার্ঘ্য অর্পন ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন ঢাকা-১ আসনের সাংসদ অ্যাড. সালমা ইসলাম, বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও এ্যাড. আব্দুল মান্নান খান, নবাবগঞ্জ ইউএনও মো. শাকিল আহম্মেদ সহ বিভিন্ন দলীয় রাজনৈতিক নেতা ও অন্যান্য। এছাড়া নবাবগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মুক্তিযোদ্ধা সংবর্ধনা ও বারুয়াখালী উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নাটোর : নাটোরে স্বাধীনতা দিবসের কার্যক্রমে উপস্থিত ছিলেন সদর আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, জেলা প্রশাসক শাহিনা খাতুন প্রমুখ।

মেহেরপুর : জঙ্গি ও রাজাকার মুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গিকার মেহেরপুরে অনুষ্ঠিত কার্যক্রমে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক পরিমল সিংহ, সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন, এসপি মো. আনিছুর রহমান প্রমুখ। এছাড়া জেলা বিএনপি’র সভাপতি ও সাবেক এমপি মাসুদ অরুণ শোভাযাত্রা ও পুস্পার্ঘ অর্পন করেন।

মানিকগঞ্জ : জেলা পরিষদ আয়োজিত কার্যক্রমে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক স্বপন এমপি, সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয় এমপি, জেলা প্রশাসক রাশিদা ফেরদৌস, এসপি মাহফুজুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম মহীউদ্দিন, পৌর মেয়র গাজী কামরুল হুদা সেলিম প্রমুখ।

লালমনিরহাট : জেলা প্রশাসন আয়োজিত কার্যক্রমে উপস্থিত ছিলেন লালমনিরহাট-৩ আসনের সংসদ সদস্য আবু সাহে মোঃ সাঈদ দুলাল, সংরক্ষিত মহিলা সংসদ সদস্য এ্যাড. সফুরা বেগম রুমী, জেলা প্রশাসক আবুল ফয়েজ মো. আলাউদ্দিন খান, এসপি এস.এম রশিদুল হক প্রমুখ।

কুড়িগ্রাম : জেলার নানা আয়োজনে কার্যক্রমে উপস্থিত ছিলেন জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, কুড়িগ্রাম প্রেসক্লাব, আওয়ামীলীগ, বিএনপি, প্রচ্ছদ কুড়িগ্রামসহ বিভিন্ন সামাজিক সংগঠন।

ঝিনাইদহ : ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার, এসপি মিজানুর রহমান, সিভিল সার্জন রাশেদা সুলতানা প্রমুখ।

ফরিদপুর : জেলার কার্যক্রমে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া, এসপি সুবাস চন্দ্র সাহা, আওয়ামী লীগ নেতা সুবল চন্দ্র সাহা, আব্দুর রাজ্জআক মোল্লা, নাজমুল ইসলাম খন্দকার লেভী প্রমুখ।

ভোলা : জেলার কার্যক্রমে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. সেলিম উদ্দিন, এসপি মো. মোকতার হোসন, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার দোস্ত মাহামুদ, জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু প্রমুখ। এছাড়া জেলার বাংলা বাজার ফাতেমা খানম ডিগ্রি কলেজে বনার্ঢ্য আয়োজনে উপস্থিত ছিলেন ভোলা- ২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল।

বরগুনা : জেলা অনুষ্ঠিত কার্যক্রমে উপস্থিত ছিলেন বরগুনা-১ আসনের এমপি এ্যাড. ধীরেন্দ্র দেবনাথ শম্বু সহ জেলা প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

নেত্রকোনা : জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত কার্যক্রমে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মো. মুশফিকুর রহমান, এসপি জয়দেব চৌধুরী, জেলা পরিষদের চেয়ারম্যান প্রশান্ত কুমার রায় প্রমুখ।

গোপালগঞ্জ : জেলায় সদর উপজেলার রঘুনাথপুর দীননাথ উচ্চ বিদ্যালয়ে বক্তব্য দেন বিদ্যালয়ের সভাপতি সরোজ কান্তি বিশ্বাস, সহ-প্রধান শিক্ষক দুলাল বিশ্বাস, সাবেক সভাপতি গোপাল চন্দ্র বাইন, সহকারী শিক্ষক রবিন্দ্রনাথ দাস প্রমুখ।

বাকৃবি : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) সাইক্লিস্ট এসোসিয়েশনের আয়োজিত র‌্যালিতে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর ও সংগঠনের সদস্যবৃন্দ।

ইসলামী বিশ্ববিদ্যালয় : বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত কার্যক্রমে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী, উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, কোষাধ্যাক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এসএম আব্দুল লতিফ প্রমুখ। এছাড়া বিশ্ববিদ্যালয়ে (ইবি) বঙ্গবন্ধু লাইব্রেরি উদ্বোধন করা হয়।

রৌমারী (কুড়িগ্রাম) : কুড়িগ্রামের রৌমারীত উপজেলায় কার্যক্রমে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য রুহুল আমিন, রৌমারী উপজেলা চেয়ারম্যান মজিবুর রহমান বঙ্গবাসী, সহকারী অধ্যাপক আ. কাইয়ুম প্রমুখ।

দৌলতপুর (কুষ্টিয়া) : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় কার্যক্রমে উপস্থিত ছিলেন ইউএনও মো. তৌফিকুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) জাহাঙ্গীর আলম, মুক্তিযোদ্ধা কমান্ডার কামাল হোসেন দবির, পিআইও সাইদুর রহমান, দৌলতপুর থানার ওসি আহম্মেদ কবীর প্রমুখ।

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) : ঠাকুরগাঁয়ের রানীশংকৈল উপজেলার কার্যক্রমে উপস্থিত ছিলেন ঠাকুরগাও-৩ আসনের এমপি ইয়াসিন আলী, সংরক্ষিত আসনের এমপি সেলিনা জাহান লিটা, ইউএনও খন্দকার মো. নাহিদ হাসান প্রমুখ।

আত্রাই-রাণীনগর (নওগাঁ) : নওগাঁর আত্রাইয়ের নানান আয়োজনে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য মো. ইসরাফিল আলম, উপজেলা চেয়ারম্যান মো. এবাদুর রহমান, ইউএনও মো. মোখলেছুর রহমান প্রমুখ। রাণীনগরে উপস্থিত ছিলেন (রাণীনগর-আত্রাই) নওগাঁ-৬ আসনের এমপি ইসরাফিল আলমের সহধর্মীনি জনাবা সুলতানা পারভিন (বিউটি), ইউএনও সোনিয়া বিনতে তাবিব প্রমুখ।

নন্দীগ্রাম (বগুড়া) : বগুড়ার নন্দীগ্রামে অনুষ্ঠিত কার্যক্রমে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ সদস্য মুক্তিযোদ্ধা রেজাউল করিম তানসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তমাল হোসেন, ওসি আব্দুর রাজ্জাক প্রমুখ।

কলাপাড়া-বাউফল (পটুয়াখালী) : পটুয়াখালীর কলাপাড়ায় উপস্থিত ছিলেন সুন্দরবন ৯নং সাব-সেক্টর কমান্ডার মেজর (অব:) জিয়াউদ্দিন, উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালেব তালুকদার প্রমুখ। এছাড়া বাউফল উপজেলায় উপস্থিত ছিলেন জাতীয় সংসদের চীফ হুইপ বীর মুক্তিযোদ্ধা আ.স.ম ফিরোজ এমপি, ইউএনও মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান প্রমুখ।

হালুয়াঘাট-গফরগাঁও-ভালুকা-ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) : ময়মনসিংহের হালুয়াঘাটের উপজেলার কার্যক্রমে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের সংসদ সদস্য জুয়েল আরেং, উপজেলা চেয়ারম্যান ফারুক আহমদ খান, ইউএনও জাকির হোসেন ও ওসি কামরুল ইসলাম মিয়া প্রমুখ। এছাড়া গফরগাঁও উপজেলায় উপস্থিত ছিলেন উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডা. কে.এম এহছান প্রমুখ। ভালুকায় নানা কর্মসূচীতে উপস্থিত ছিলেন ডা. এম. আমান উল্লাহ এমপি, উপজেলা চেয়ারম্যান গোলাম মোস্তফা, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান মনিরা সুলতানা মনি, ইউএনও মোরারজি দেশাই বর্মণ প্রমুখ। ফুলবাড়ীয়া উপজেলার কার্যক্রমে উপস্থিত ছিলেন আলহাজ্ব এডভোকেট মোসলেম উদ্দিন এমপি, ইউএনও লীরা তরফদার, উপজেলা চেয়ারম্যান এ্যাড. আজিজুর রহমান, পৌর মেয়র গোলাম কিবরিয়া প্রমুখ।

চাটমোহর (পাবনা) : পাবনার চাটমোহর উপজেলার কার্যক্রমে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মো. মকবুল হোসেন, উপজেলা চেয়ারম্যান হাসাদুল ইসলাম হীরা, ইউএনও শেহেলী লায়লা ও ওসি এসএম আহসান হাবিব প্রমুখ।

বড়াইগ্রাম (নাটোর) : নাটোরের বড়াইগ্রাম উপজেলার কার্যক্রমে উপস্থিত ছিলেন নাটোর-৪ আসনের সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক আব্দুল কুদ্দুস, ওসি শাহরিয়ার খাঁন, অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লা প্রমুখ।

নবাবগঞ্জ-পার্বতীপুর (দিনাজপুর) : দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় ইউএনও, ওসি, উপজেলা চেয়ারম্যান প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া পার্বতীপুরে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান, ইউএনও তরফদার মাহমুদুর রহমান, পৌরমেয়র এজেডএম মেনহাজুল হক প্রমুখ।

আখাউড়া-বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মুসলিম উদ্দিন, ইউএনও মোহাম্মদ শামছুজ্জামান প্রমুখ। এছাড়া বাঞ্ছারামপুরে মুক্তিযুদ্ধ বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য ক্যা. এবি তাজুল ইসলাম এমপি, উপজেলা চেয়ারম্যান মো.নুরুল ইসলাম, ইউএনও মো.শওকত ওসমান প্রমুখ উপস্থিত ছিলেন।

পাঁচবিবি (জয়পুরহাট) : জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় উপস্থিত ছিলেন জয়পুরহাট-১ আসনের মাননীয় সংসদ সদস্য এ্যাডঃ সামছুল আলম দুদু, ইউএনও নূরউদ্দিন আল ফারুক, উপজেলা চেয়ারম্যান প্রভাষক মোস্তাফিজুর রহমান প্রমুখ।

সোনাইমুড়ী (নোয়াখালী) : নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা কার্যক্রমে উপস্থিত ছিলেন জেলা অওয়ামী লীগ নেতা মোজাম্মেল হোসেন (কিং মোজাম্মেল), শিক্ষানুরাগী মাহবুবুল হাসান (দয়াল) প্রমুখ।

সিরাজগঞ্জ-শাহজাদপুর : জেলায় অনুষ্ঠিত কার্যক্রমে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সাধারন সম্পাদক ডা. হাবিবে মিল্লাত মুন্না, সেলিনা বেগম স্বপ্ন এমপি, জেলা প্রশাসক মো. কামরুন নাহার সিদ্দিকা প্রমুখ। এছাড়া জেলার শাহজাদপুর উপজেলায় উপস্থিত ছিলেন স্থানীয় এমপি মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন, ইউএনও আলীমুন রাজীব, উপজেলা চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান প্রমুখ।

তালা (সাতক্ষীরা) : সাতক্ষীরার তালা উপজেলা কার্যক্রমে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ, ইউএনও মো. ফরিদ হোসেন প্রমুখ।

পাংশা (রাজবাড়ী) : রাজবাড়ীর পাংশায় উপস্থিত ছিলেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম, এএসপি (পাংশা সার্কেল) ফজলুল করিম, উপজেলা চেয়ারম্যান অধ্যাপক ফরিদ হাসান ওদুদ, ইউএনও মোহাম্মদ নজরুল ইসলাম নজরুল প্রমুখ।

বাগেরহাট-মোরেলগঞ্জ : বাগেরহাটে অনুষ্ঠিত কার্যক্রমে উপস্থিত ছিলেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য ডা. মোজাম্মেল হোসেন, জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস, এসপি পংকজ চন্দ্র রায়সহ প্রশাসনের কর্মকর্তারা। এছাড়া জেলা মোরেলগঞ্জে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের হাতে জাতীয় পতাকা তুলে দেন মুক্তিযোদ্ধা কমান্ডার মো. লিয়াকত আলী খান, উপজেলা চেয়ারম্যান এ্যাড. শাহ্-ই-আলম বাচ্চু, ইউএনও মুহাম্মদ ওবায়দুর রহমান প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist