খুলনা প্রতিনিধি

  ১৯ ফেব্রুয়ারি, ২০১৭

কুমির ছানা নিখোঁজ রহস্য অধিকতর তদন্তের দাবি

সুন্দরবনের করমজল প্রজনন কেন্দ্র থেকে ৬২টি কুমির ছানা উধাও ও হত্যার ঘটনা উদঘাটনে অধিকতর তদন্তের দাবি উঠেছে। গতকাল শনিবার বেলা ১১টায় নগরীর পিকচার প্যালেস মোড়ে সুন্দরবনের করমজলে ৬২ কুমির ছানা পাচার, না বন বিভাগের অবহেলা- এ রহস্য উদঘাটন করে প্রকৃত দোষীদের শাস্তি ও বিচারের দাবিতে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা এ দাবি জানান। স্বেচ্ছাসেবী সংগঠন জনউদ্যোগ এ কর্মসূচির আয়োজন করে।

বক্তারা বলেন, ইতিপূর্বে এ সংক্রান্ত কমিটি কুমির ছানা উধাও’র পেছনে চিতা বিড়ালকে দায়ি করে। তবে এটি চিতা বিড়াল দ্বারা সংগঠিত হয়েছে কিনা তা নিয়ে জনমনে সংশয় সৃষ্টি হয়েছে। এছাড়া চিতা বিড়ালটি হত্যা করার সিদ্ধান্তটি আইন সম্মত হয়েছে কি-না তাও ভাবতে হবে। একটি অপরাধ ঢাকতে আর একটি অপরাধ করা কতটুকু সমুচিন হল সেটিও তদন্তের বিষয়। এছাড়া প্রজনন কেন্দ্রে কুমিরের বাচ্চা সুরক্ষায় নজরদারি ও পাহারা রয়েছে। দিন ও রাতে সব প্যান ঘিরে মোতায়ন থাকে সশস্ত্র বনরক্ষী। সেখানে শুধুমাত্র চিতা বিড়াল দায়ি- এটি মানতে নারাজ পরিবেশ কর্মিরা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist