মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি

  ১৯ ফেব্রুয়ারি, ২০১৭

‘মাদক নির্মূলে সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে হবে’

মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি

মাদক নির্মুলে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর উপর নির্ভর করলেই চলবে না, সামাজিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে সকল পেশার লোকদের এগিয়ে আসতে হবে। গতকাল শনিবার মনোহরগঞ্জ থানার উদ্যোগে আয়োজিত কমিউনিটি পুলিশিং মতবিনিময় সভা ও ওপেন হাউজ ডে’র অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ শাখাওয়াত হোসেন একথা বলেন। প্রধান অতিথি বলেন, মাদক বিক্রেতারা দেশ ও জাতির শত্রু। তারা আমাদের যুব সমাজকে তিল তিল করে ধ্বংসের দিকে ঢেলে দিচ্ছে। মাদক বিক্রেতাদের দমন করতে আইন শৃঙ্খলা বাহিনী সবসময় কাজ করে যাচ্ছে, পাশাপাশি তাদেরকে সামাজিকভাবেও বয়কট করতে হবে। থানার ওসি মোহাম্মদ সামসুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা পুলিশের লাকসাম সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার নাজমুল হাছান, জেলা পরিষদের সদস্য মাষ্টার আবদুল কাইয়ুম চৌধুরী, উপজেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবদুল খালেক দয়াল, সাধারণ সম্পাদক মাষ্টার সোলায়মান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল আজিজ প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist