কুড়িগ্রাম প্রতিনিধি

  ২০ জানুয়ারি, ২০১৭

পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা

কুড়িগ্রাম শহরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫ প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এই জরিমানা প্রদান করে।

কুড়িগ্রাম ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শেখ সাদী জানান, কুড়িগ্রাম শহরের বাসস্ট্যান্ড এলাকায় হোটেল নিরিবিলিকে মূল্য তালিকা প্রকাশ না করার অপরাধে ১ হাজার টাকা, ভাই ভাই বেকারীকে উৎপাদন ও মেয়াদের তারিখ না থাকার অপরাধে ১ হাজার টাকা, দীতি হোটেলকে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন করার অপরাধে ১ হাজার টাকা, আল আমিন ট্রেডার্সকে খোলা বিস্কুট বিক্রি করার অপরাধে ২ হাজার টাকা এবং পৌর বাজারে অবস্থিত পালস ডিসপেনসারীকে মেয়াদোতীর্ণ ঔষধ রাখার অপরাধে ৩ হাজার টাকাসহ মোট ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

বাজার মনিটরিংকালে জেলা সেনিটারি ইন্সপেক্টর জহুরুল ইসলাম ও সদর থানা পুলিশের একটি দল অংশ নেয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist