প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ২০ জানুয়ারি, ২০১৭

পল্লী বিদ্যুতের শহরমুখী আগ্রাসন প্রতিরোধের দাবি

ৃপল্লী বিদ্যুতের শহরমুখী আগ্রাসন প্রতিরোধের দাবিতে গতকাল বৃহস্পতিবার দেশের বিভিন্ন জায়গায় প্রতিবাদ জানিয়েছে ওয়েস্ট পাওয়ার জোন ডিস্ট্রিবিউশন কোম্পানির (ওজোপাডিকো) কর্মকর্তা-কর্মচারীরা। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর-

খুলনা : খুলনায় শহরাঞ্চলের ভৌগোলিক এলাকা ও ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানীর (ওজোপাডিকো) নির্মিত বিদ্যুৎ লাইন পল্লীবিদ্যুতে হস্তান্তর প্রক্রিয়ার প্রতিবাদ জানিয়েছে ওজোপাডিকো কর্মকর্তা-কর্মচারী সংগ্রাম পরিষদ। গতকাল দুপুরে খুলনা প্রেসক্লাবে সংগঠনের উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন ওজোপাডিকো কর্মকর্তা-কর্মচারী সংগ্রাম পরিষদের সদস্য সচিব শেখ আলমগীর। সংবাদ সম্মেলনে সংগঠনের আহবায়ক ও সিবিএ’র সভাপতি সৈয়দ তারিকুল ইসলাম, ওজোপাডিকো অফিসার্স এসোসিয়েশনের কেন্দ্রিয় সভাপতি ডিজিএম রবীন্দ্র নাথ দত্ত, আইডিইবি’র কেন্দ্রিয় নেতা আলহাজ¦ রুহুল আমিন হাওলাদার উপস্থিত ছিলেন।

যশোর : দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলায় পল্লী বিদ্যুতের শহরমুখী আগ্রাসনের অভিযোগ করেছেন ওয়েস্ট পাওয়ার জোন ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) লিমিটেডের কর্মকর্তা-কর্মচারীরা। গ্রাহক সেবা ও বিদ্যুৎ বিতরণে পল্লী বিদ্যুতের চেয়ে ওজোপাডিকো এগিয়ে থাকলেও অশুভ উদ্দেশ্যে এ চক্রান্ত করা হচ্ছে। এমন দাবি করে গতকাল দুপুরে যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করা হয়। পল্লী বিদ্যুৎ আগ্রাসন প্রতিরোধে ওজোপাডিকো কর্মকর্তা-কর্মচারী সংগ্রাম পরিষদ যশোর সার্কেল কমিটি এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। এতে উপস্থিত ছিলেন, পল্লী বিদ্যুৎ আগ্রাসন প্রতিরোধে ওজোপাডিকো কর্মকর্তা-কর্মচারী সংগ্রাম পরিষদ যশোর সার্কেল কমিটির সদস্য সচিব সৈয়দ রফিকুল ইসলাম, অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল্লাহ ফারুক, ওজোপাডিকো বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ যশোর শাখার সভাপতি শহিদুল আলম, ওজোপাডিকো ডিপ্রকৌস’র সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল করিম, মাসুদুর রহমান, শেখ আলাউদ্দিন ও শেখ নিজাম উদ্দিন প্রমুখ।

ফরিদপুর : পল্লীবিদ্যুতের শহরমুখী আগ্রাসন প্রতিরোধের দাবি জানিয়েছে ওয়েস্ট পাওয়ার জোন ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) ফরিদপুরের কর্মকর্তা-কর্মচারি সংগ্রাম পরিষদ। গতকাল বেলা ১১টায় ফরিদপুর প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনে এ দাবি জানানো হয়। সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, ওজোপাডিকোর ডিপ্লোমা অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম মিন্টু। এ সময় ওজোপাডিকোর তত্ত্বাবধায়ক প্রকৌশলী (প: ও স:) মো. আমজাদ হোসেন, উপ-বিভাগীয় প্রকৌশলী সুবল চন্দ্র কর্মকার ও মো. মুরশীদ আলম উপস্থিত ছিলেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist