খুলনা প্রতিনিধি

  ২০ জানুয়ারি, ২০১৭

ক্লাস বন্ধ করে রাস্তায় নামানো হলো শিক্ষার্থীদের

খুলনার দিঘলিয়া উপজেলা সদরে স্কুল-কলেজ ও মাদরাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্লাস বন্ধ করে শিক্ষার্থীদের দিয়ে মানববন্ধন করানো হয়েছে। উপজেলা শিক্ষক সমিতির সভাপতিকে ইউপি চেয়ারম্যান কর্তৃক হুমকির প্রতিবাদে বৃহস্পতিবার স্কুল সময়ে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলার এমএ মজিদ মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সামনে তেতুঁলতলা নামক স্থানে এ মানববন্ধন পালিত হয়। উপজেলা শিক্ষক সমিতি এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।

এদিকে ক্লাস বন্ধ করে শিক্ষার্থীদের দিয়ে মানববন্ধন করানোর ঘটনায় উপজেলাজুড়ে সমালোচনা চলছে। অভিযোগ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে গেলে শিক্ষার্থীদের সরিয়ে নেওয়া হয়। তবে স্কুল শৃংখলা বিরোধী হওয়ায় আয়োজকদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

জানা গেছে, দিঘলিয়া উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান খান নজরুল ইসলামকে সম্প্রতি একই উপজেলার বারাকপুর ইউপি চেয়ারম্যান গাজী জাকির হোসেন হুমকি প্রদান করেন। এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার স্কুল সময়ে উপজেলা শিক্ষক সমিতি মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলার এমএ মজিদ কলেজ ও মাধ্যমিক বিদ্যালয়ের সামনে তেঁতুলতলায় এ মানববন্ধন পালিত হয়।

মানববন্ধন কর্মসূচিতে উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও সেনহাটি স্কুলের প্রধান শিক্ষক এসএম ফরহাদ হোসেন সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন এমএ মজিদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমিরুল ইসলাম, ফাতেমা মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাজ্জাদুল ইসলাম, আয়াতুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মারুফাতুল মতিন, এমএ মজিদ কলেজের উপাধ্যক্ষ খান রওশন আলী, শিক্ষক সাইফুদ্দিন লস্কর, নাজনীন আক্তার, হাবিবুর রহমান মল্লিক, আব্দুল্লাহ আল মামুন, নিমাই চন্দ্র, মাওলানা ফেরদাউসুর রহমান, মাওলানা মোকসেদ, এসএম রকিব উদ্দিন, আওয়ামীলীগ নেতা শেখ আফজাল হোসেন, স ম শফিকুর রিয়াজ জানু, একরামুল হক লিপু, আনিসুর রহমান মিঠু, শেখ আবু বকর প্রমুখ।

এদিকে, ক্লাস বন্ধ করে শিক্ষার্থীদের দিয়ে মানববন্ধন করানোর ঘটনায় উপজেলাজুড়ে সমালোচনা সৃষ্টি হয়। অভিযোগ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুর রহমান ঘটনাস্থলে গেলে শিক্ষার্থীদের সরিয়ে নেওয়া হয়। তবে স্কুল শৃংখলা বিরোধী হওয়ায় আয়োজকদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

শিক্ষার্থীদের দিয়ে মানববন্ধনের আংশিক সত্যতা স্বীকার করেছেন উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও সেনহাটি স্কুলের প্রধান শিক্ষক এসএম ফরহাদ হোসেন। তিনি এ প্রতিবেদককে বলেন, স্কুলের সামনে কর্মসূচি চলায় শিক্ষার্থীরা এসেছিল। পরে প্রধান শিক্ষক আবার তাদের ক্লাসে নিয়ে যান। তবে তারা কর্মসূচিতে অংশ নেয়নি বলে দাবি করেন তিনি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist