কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

  ১৫ আগস্ট, ২০২০

ক্ষমতার অপব্যবহার

কাজিপুরে ৩ ইউপি সদস্য বরখাস্ত

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় ক্ষমতার অপব্যবহার করা অভিযোগে ৩ ইউপি সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) নিকট প্রেরিত এ সংক্রান্ত পত্রে স্বাক্ষর করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ ইফতেখার আহম্মেদ চৌধুরী।

বরখাস্তকৃতরা হলেন, খাসরাজবাড়ি ইউনিয়নের ১নং ওয়ার্ডের সদস্য শহিদুল ইসলাম, ৯নং ওয়ার্ডের দুলাল হোসেন ও গান্ধাইল ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সদস্য আলাউদ্দিন জোয়াদ্দার।

মন্ত্রণালয় প্রেরিত পত্রে ইউপি সদস্য শহিদুল ইসলাম ও দুলাল হোসেনের বিরুদ্ধে বয়ষ্ক ও বিধবা ভাতার টাকা উত্তোলন করে আত্মসাৎ ও ইউপি সদস্য আলাউদ্দিন জোয়াদ্দারের বিরুদ্ধে ভিজিডির তালিকাভূক্তদের চাল প্রদান না করে সহযোগিদের নিয়ে আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close