বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

  ১২ আগস্ট, ২০২০

বাউফলে বিদ্যুতের ভোগান্তির প্রতিবাদ

পটুয়াখালীর বাউফলে পল্লীবিদ্যুতের লোডশেডিং ও লো-ভোল্টেজের প্রতিবাদে সচেতন নাগরিক সমাজের উদ্যোগে স্বাস্থ্যবিধি মেনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদের সামনের সড়কে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা খোরশেদ আলম, সমাজসেবক আপেল মাহমুদ ফিরোজ, বাউফল প্রেস ক্লাবের সম্পাদক কামরুজ্জামান বাচ্চু, সাংবাদিক ওহিদুজ্জামান ডিউক, শিবলী সাদেক ও আসাদুজ্জামান সোহাগ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, বাউফলে পল্লীবিদ্যুৎ কর্মকর্তা গ্রাহককে অহেতুক ভোগান্তির শিকার করছে। বিদ্যুৎ সংযোগ লাইনের রক্ষণাবেক্ষণ ও নামমাত্র ঝড়-বৃষ্টি হলে বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয়। এ সময় বক্তারা অতিদ্রুত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহসহ লো-ভোল্টেজের প্রতিকার দাবি করেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close