টাঙ্গাইল প্রতিনিধি

  ১১ আগস্ট, ২০২০

টাঙ্গাইলে বন্যায় এলজিইডির ক্ষতি পৌনে ৩০০ কোটি টাকা

টাঙ্গাইলে চলমান বন্যায় জেলার ১২ উপজেলার মধ্যে ১১টি উপজেলা আক্রান্ত হয়েছে। এরমধ্যে ছয়টি পৌরসভাও রয়েছে। এতে ১০ লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছে। রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট বিধ্বস্ত হয়ে প্রায় পৌনে ৩০০ কোটি টাকার ক্ষতি হয়েছে। এ ছাড়া কৃষি ক্ষেত্রে অন্তত ১২ হাজার হেক্টর জমির ফসল তলিয়ে ব্যাপক ক্ষতি হয়েছে। জেলা এলজিইডি এবং ত্রাণ ও পুনর্বাসন দফতর সূত্র এসব তথ্য জানিয়েছে।

জেলা এলজিইডি অফিস সূত্রে জানা গেছে, এবারের বন্যায় ১১ উপজেলায় তাদের অধীনে থাকা ৩২৮টি সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। যার দৈর্ঘ্য প্রায় ১ হাজার ৩৬৯ কিলোমিটার। ক্ষয়ক্ষতির অর্থমূল্য প্রায় ২০৪ কোটি ৫৭ লাখ টাকা। এ ছাড়াও ৭৩টি ব্রিজ-কালভার্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। যার অর্থমূল্য প্রায় ৬১ কোটি ৮৬ লাখ টাকা। সব মিলিয়ে ক্ষতির পরিমাণ দাঁড়ায় প্রায় ২৬৬ কোটি ৪৩ লাখ টাকা।

এরমধ্যে জেলার বাসাইল উপজেলায় ক্ষতির পরিমাণ ৩৪ কোটি ৪৫ লাখ টাকা, সখীপুরে ২০ কোটি ৯৪ লাখ, মির্জাপুরে ২৩ কোটি ৫৯ লাখ, দেলদুয়ারে ৪ কোটি ৭৯ লাখ, ভূঞাপুরে ১৭ কোটি ৯ লাখ, নাগরপুরে ১০ কোটি ১১ লাখ, কালিহাতীতে ৪৭ কোটি ৬৪ লাখ, ঘাটাইলে ২৮ কোটি ৮৫ লাখ, গোপালপুরে ১৯ কোটি ৩০ লাখ, ধনবাড়ীতে ৩৮ কোটি ৪৩ লাখ এবং সদর উপজেলায় ২১ কোটি ২৩ লাখ টাকার ক্ষতি হয়েছে।

অপরদিকে জেলা ত্রাণ ও পুনর্বাসন দফতর সূত্র জানায়, এবারের বন্যায় ৯ আগস্ট, রোববার পর্যন্ত কৃষি ক্ষেত্রে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এরই মধ্যে প্রায় ১২ হাজার হেক্টর ফসলি জমি বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়াও জেলার ১১ উপজেলার ৯৫টি ইউনিয়ন ও ৬টি পৌরসভা বন্যায় আক্রান্ত হয়েছে। বন্যা দীর্ঘায়িত হলে এই ক্ষতির পরিমাণ আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ বিষয়ে টাঙ্গাইল এলজিইডির নির্বাহী প্রকৌশলী গোলাম আজম বলেন, টাঙ্গাইল একটি বৃহত্তর জেলা হওয়ায় এখানে এলজিইডির সড়ক সংখ্যা অনেক বেশি। আবহাওয়াগত কারণে প্রতি বছর সড়কের ক্ষতিও হয়ে থাকে বেশি। প্রতি বছর সরকার বন্যা পরবর্তী সময়ে সড়ক সংস্কারের জন্য বরাদ্দ দিয়ে থাকে। এবারও কিছু বরাদ্দ পাওয়া গেছে। তবে তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close