কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি

  ০৯ আগস্ট, ২০২০

শিক্ষার্থী-চলচ্চিত্রকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি

কক্সবাজার মেরিনড্রাইভে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানকে গুলি করে হত্যার প্রতিবাদ এবং এ ঘটনায় ফিল্ম এন্ড মিডিয়া বিভাগের শিক্ষার্থী ও চলচ্চিত্রকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে কিশোরগঞ্জের কটিয়াদীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দীপশিখা গ্রন্থাগার আন্দোলনের উদ্যোগে গতকাল শনিবার সকালে সংগঠনটির সমন্বয়ক বদরুল আলম নাঈমের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কটিয়াদী সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি গিয়াস উদ্দিন আহমেদ, স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্র চলচ্চিত্রকর্মী জিসান আজাদ, ছাত্রনেতা সঞ্জয় রায় তপু, সাকিবুল হাসান সোহাগ প্রমুখ।

বক্তারা বলেন, গত ৩১ জুলাই রাতে কক্সবাজারস্থ মেরিন ড্রাইভে পুলিশের গুলিতে অবসরপ্রাপ্ত সেনাকর্মকর্তা সিনহা মোহাম্মদ রাশেদ খানকে খুনের ঘটনা অন্যদিকে প্রবাহিত করার লক্ষে নিহতের সহকর্মী স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ফিল্ম এন্ড মিডিয়া বিভাগের শিক্ষার্থী ও চলচ্চিত্রকর্মী সাহেদুল ইসলাম সিফাত এবং শিপ্রা রাণী দেবনাথকে মিথ্যা মামলা দিয়ে আটকে রাখা হয়েছে। অবিলম্বে আটকদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি জানান তারা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close