উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি

  ০৫ আগস্ট, ২০২০

উল্লাপাড়ায় পুনঃখনন করা নদীপাড়ের মাটি বিক্রির অভিযোগ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এই বর্ষায় পুনঃখননকৃত বিলসূর্য্য (কচুয়া) নদী পাড়ের মাটি অবাধে বিক্রির অভিযোগ উঠেছে। নদী পাড়ের জমি মালিকরা এ মাটি বিক্রি করছেন বলে অভিযোগ। বিভিন্ন এলাকার মাটি ব্যাবসায়ীরা তা কেটে নৌকা কিংবা ট্রলিতে বয়ে নিয়ে যাচ্ছেন। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) উল্লাপাড়া উপবিভাগীয় কার্যালয়ের আওতায় গত ক’মাস আগে শুকনো মওসুমে বিলসূর্য্য নদী পুনঃখনন করা হয় বলে জানা গেছে। উপজেলার এনায়েতপুর হেলিপ্যাডের কাছ থেকে কয়ড়া রতনদিয়া অবধি প্রায় ১৩ কিলোমিটার দীর্ঘ নদীটির অংশ পুনঃখনন করা হয়। সে সময় খননকৃত মাটি নদী পাড়ে ফেলা হয়। বর্ষা মওসুমের শুরু থেকেই নদী পাড়ের মাটি বেশি বিক্রি হচ্ছে বলে খোঁজ নিয়ে জানা গেছে। বিশেষ করে উপজেলার কয়ড়া ইউনিয়নের বেশ ক’জায়গায় ও নাগরৌহা এলাকায় নদী পাড়ের মাটি অবাধে বিক্রি হচ্ছে। নদী পাড়ের মাটি কেটে নেওয়ায় নিচু হয়ে যাচ্ছে পাড়। এদিকে গত সোমবার, ৬ জুলাই কয়ড়া এলাকায় নদীপাড়ের মাটি কাটার অপরাধে ভ্রাম্যমাণ আদালত তিনজনকে দশ দিনের বিনাশ্রম কারাদ- দিয়েছেন। উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরিফুজ্জামান এ আদালত পরিচালনা করেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close