পলাশ (নরসিংদী) প্রতিনিধি

  ১৬ জুলাই, ২০২০

এতিমখানার টাকা আত্মসাতের অভিযোগ

পলাশে অধ্যক্ষের অপসারণ দাবিতে রাস্তায় গ্রামবাসী

নরসিংদীর পলাশে এতিমখানার অর্থ আত্মসাতের ঘটনায় উপজেলার ইছাখালী ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ আ.ক.ম রেজাউল করীমের অপসারণের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এতিমখানা কার্যকরী কমিটির একাংশ ও গ্রামবাসী। এ সময় তারা বিভিন্ন আয়-ব্যয়ে ভুয়া ভাউচার ও হিসাব বিবরণী দেখিয়ে অর্থ আত্মসাতের সুষ্ঠু তদন্ত ও শাস্তি দাবি করেন। অভিযুক্ত রেজাউল উপজেলার ইছাখালী দারুল মাছাকীন ইসলামিয়া এতিমখানার কার্যকরী কমিটির সম্পাদক ছিলেন।

গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এই মানববন্ধনে এতিমখানা কার্যকরী কমিটির একাংশ অংশ নেন। তাদের অভিযোগ কমিটির সম্পাদক রেজাউল করীম অনিয়মের মাধ্যমে প্রায় ২ লাখ টাকা আত্মসাৎ করেছেন। এছাড়া সোনালী ব্যাংক পলাশ শাখা থেকে এতিমখানার জন্য সরকারি বরাদ্দের টাকা উত্তোলন করে আরো ৪১ হাজার টাকা আত্মসাৎ করেছেন।

এতে বক্তব্য রাখেন এতিমখানা পরিচালনা কমিটির যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম, কমিটির সদস্য ও মসজিদ কমিটির সম্পাদক নজরুল ইসলাম শিকদার ও আওয়ামী লীগ নেতা কামাল হোসেনসহ স্থানীয়রা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close