সিরাজগঞ্জ প্রতিনিধি

  ১৪ জুলাই, ২০২০

সিরাজগঞ্জে অনলাইন প্ল্যাটফরমে পশুর হাট

সিরাজগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে ঘরে বসে ‘অনলাইনে পশুর হাট’ নামে কোরবানির পশু বেচাকেনার মোবাইল অ্যাপের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার সকালে রাজশাহী বিভাগীয় কমিশনার হুমায়ুন কবীর খোন্দকার ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে অ্যাপটির উদ্বোধন করেন।

সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এ বি এম রওশন কবীর, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিফাত মো. ইসতিয়াক ভুঁইয়া, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ফারহানা ইয়াসমিন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আক্তারুজ্জামান, জেলা যুব উন্নয়ন কর্মকর্তা স্বপন কুমার কর্মকার, ইসলামি ফাউন্ডেশন সিরাজগঞ্জের উপপরিচালক মিরাজুল ইসলাম, সদর ইউএনও সরকার অসীম কুমার, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হারুন-অর রশীদ, ভেটেরিনারি সার্জন ডা. মাহমুদুল হক, সাংবাদিক গাজী শাহদত হোসেন ফিরোজী, এইচ মুন্না, অশোক ব্যানার্জি প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close