গাইবান্ধা প্রতিনিধি

  ১৩ জুলাই, ২০২০

গাইবান্ধায় করোনা টেস্টের ল্যাব স্থাপনসহ ৪ দাবিতে বিক্ষোভ

গাইবান্ধায় করোনা পরীক্ষায় ল্যাব স্থাপন এবং রাষ্ট্রায়ত্ত্ব পাটকল সমূহ বন্ধের সিদ্ধান্ত বাতিলসহ ৪ দফা দাবিতে প্রগতিশীল ছাত্র জোট মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে। গতকাল রোববার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন চলাকালে বক্তব্য দেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট গাইবান্ধা জেলা সভাপতি পরমানন্দ দাস, সহসভাপতি মাহবুব আলম মিলন, সাধারণ স¤পাদক রাহেলা সিদ্দিকা, ছাত্র ইউনিয়ন জেলা সাধারণ স¤পাদক ওয়ারেছ সরকার, সহসাধারণ স¤পাদক মৈত্রীর হাসান জয়ীতা প্রমুখ।

বক্তারা জাতীয় বাজেটে স্বাস্থ্য খাতে বিশেষ বরাদ্দ ও স্বাস্থ্য খাতে অনিয়ম-দুর্নীতি বন্ধ, রাষ্ট্রায়ত্ত্ব সকল সেবা বিনামূল্যে নিশ্চিত, জেলা উপজেলায় করোনা রোগীদের সহজ পদ্ধতিতে করোনা সংক্রমণ পরীক্ষা এবং সেন্ট্রাল অক্সিজেন সার্ভিস আইসিইউ ভেন্টিলেশনের আয়োজনসহ পর্যাপ্ত চিকিংসা ব্যবস্থা সরকারি আয়োজনে বিনামূল্যে নিশ্চিত করার দাবি জানান। বক্তারা সেইসঙ্গে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল, করোনাকালীন সময়ে ছাত্রদের মেসভাড়া মওকুফে রাষ্ট্রীয় প্রজ্ঞাপন জারি ও রাষ্ট্রায়ত্ত্ব পাটকলসমূহ বন্ধের সিদ্ধান্ত বাতিল এবং শ্রমিক ছাঁটাই বন্ধের দাবি জানান।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close