রাজবাড়ী প্রতিনিধি

  ১৩ জুলাই, ২০২০

রাজবাড়ীতে পাওনা টাকার দাবিতে পাট ব্যবসায়ীদের মানববন্ধন

রাজবাড়ীতে বিজেএমসির নিকট থেকে পাওয়া টাকা পরিশোধের দাবিতে মানববন্ধন করেছে রাজবাড়ীর ক্ষুদ্র পাট ব্যবসায়ীরা। গতকাল রোববার দুপুরে জেলা পাট ব্যবসায়ীদের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন করেন জেলার শতাধিক পাট ব্যবসায়ীরা।

মানববন্ধনে জেলার পাট ব্যবসায়ীরা বলেন, দেশের ক্ষুদ্র পাট ব্যবসায়ীরা ২০১৬-২০১৭ সাল থেকে এ পর্যন্ত বিজেএমসির নিকট ২৬৪ কোটি টাকা পাওনা রয়েছে। রাজবাড়ী প্রায় দুই শতাধিক ক্ষুদ্র পাট ব্যবসায়ী বিজেএমসির নিকট প্রায় ২০ কোটি টাকা পাবে। বিজেএমসি ব্যবসায়ীদের এই টাকা পরিশোধ না করার কারণ পাট ব্যবসায়ীদের মানবেতর জীবনযাপন করছে। বার বার টাকা প্রদানের কথা থাকলেও বিজেএমসি কোন টাকা পরিশোধ করছে না। দ্রুত সময়ের মধ্যে দেশের পাট ব্যবসায়ীদের টাকা পরিশোধের ব্যাপারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন ব্যবসায়ীরা।

বানিবহ ইউপি চেয়ারম্যান ও পাট ব্যবসায়ী গোলাম মোস্তফা চৌধুরী (বাচ্চুর) সভাপতিত্বে মানববন্ধনে রেজাউল করিম, কার্ত্তিক চন্দ্র কুন্ডু, চন্দন কুমার ভক্ত, প্রদীপ কুমার উপস্থিত ছিলেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close