রংপুর ব্যুরো

  ১০ জুলাই, ২০২০

রংপুরে বিআরটিসি ও লোকাল বাসস্ট্যান্ড উচ্ছেদ

দীর্ঘদিন পর অবশেষে যানজট মুক্ত হয়েছে রংপুর নগরীর অন্যতম ব্যস্ততম এলাকায় ধাপ মেডিকেল মোড়। গতকাল বৃহস্পতিবার রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ট্রাফিক) মেনহাজুল আলমের নেতৃত্বে ট্রাফিক পুলিশ সদস্যরা মেডিকেল মোড় থেকে বাসস্ট্যান্ড উচ্ছেদের মাধ্যমে ওই এলাকাকে যানজট মুক্ত করেন।

মেট্রো ট্রাফিক পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ধাপ এলাকার মেডিকেল মোড়ে অস্থায়ী বাসস্ট্যান্ড থাকায় ব্যবসায়ী, পথচারী, শিক্ষার্থী, রোগীসহ সর্বস্থরের মানুষকে চরম দুর্ভোগ পোয়াতে হতো। মানুষের দুর্ভোগ লাঘবের কথা চিন্তা করে ট্রাফিক পুলিশের নব নিযুক্ত উপ-কমিশনার (ট্রাফিক) মিনহাজুল আলম ওই স্থান থেকে বাসষ্ট্যান্ড উচ্ছেদের উদ্যাগ নেন। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে মেডিকেল মোড় থেকে বিআরটিসি ও লোকাল বাস স্ট্যান্ড উচ্ছেদ করে নতুন স্থানে বাস থামার জায়গা নির্ধারণ করেন। এখন থেকে বিআরটিসি বাসগুলো ধাপ হাজীপাড়া জিয়া ছাত্রাবাসের সামনে ও লোকাল রুটের বাস পুরাতন লাশ ঘরের সামনে থামার স্থান নির্ধারণ করে দেন। এর ব্যাত্যয় ঘটলে জরিমানাসহ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে ট্রাফিক পুলিশের এই উচ্ছেদ অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী, পথচারী, রোগী ও তাদের স্বজনরা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close