মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি

  ১০ জুলাই, ২০২০

খবর প্রকাশের পর

মহাদেবপুরে প্রধান সড়ক থেকে সরানো হলো ধানের হাট

নওগাঁ জেলার সবচেয়ে বেশি ধান উৎপাদন হয়ে থাকে মহাদেবপুর উপজেলায়। এ উপজেলায় রয়েছে ছোট বড় প্রায় ৪০০ অটো রাইস মিল। তবে ধান-চাল নির্ভর এ উপজেলায় ধান বিক্রি করার মতো কোন নির্ধারিত হাট বসার জায়গা নেই। প্রধান সড়কের উপর বসানো হতো ধানের হাট। সপ্তাহে শনিবার ও বুধবার এ দু’দিন ক্রেতা-বিক্রেতারা উপজেলার বক চত্বরের প্রধান সড়কটির দুই পাশ ব্যবহার করে আসছিলেন। এতে সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছিল এবং পথচারীদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হতো। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি নজরে আসে উপজেলা প্রশাসনের। অবেেষ ইউএনও মিজানুর রহমান মিলনের হস্তক্ষেপে প্রধান সড়কের ওপর থেকে সরানো হয়েছে ধানের হাট। গত ২০ জুন ব্যবসায়ীদের সাথে আলোচনার পর সড়কের উপর থেকে ধানের হাট সরিয়ে উপজেলা চত্বরের পাশের ফাঁকা জায়গায় বসানো হয়।

মহাদেবপুর সদর ইউপি চেয়ারম্যান মুহাম্মদ মাহবুবুর রহমান ধলু বলেন, ‘আমরা সব সময় চেয়েছি ধান কেনা বেচার জন্য ফাঁকা জায়গায় হাট বসানো হোক।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close