শ্রীমঙ্গল প্রতিনিধি

  ১০ জুলাই, ২০২০

মৌলভীবাজারে বিনামূল্যে অক্সিজেন সার্ভিস চালু

মৌলভীবাজারে বেসরকারী উদ্যোগে বিনামূল্যে অক্সিজেন সার্ভিস চালু করা হয়েছে। করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণকারীদরে সৎকারে নিয়োজিত ইকরামুল মুসলিমীন ও তাকরীম ফিউনারেল ফাউন্ডেশন নামে দুটি স্বেচ্ছাসেবী সংগঠন এই ফ্রি অক্সিজেন সার্ভিস দিয়ে আসছে বলে জানা গেছে। এর ফলে মৌলভীবাজার জেলা সদরসহ ৭টি উপজেলায় করোনায় আক্রান্তরা শ্বাসকষ্টজনিত সমস্যায় অক্সিজেন সেবা পাবেন বিনামূল্যে। সম্প্রতি মৌলভীবাজারে এক অনুষ্ঠানে এই সেবা কার্যক্রম শুরু হয়। সদর উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন এর উদ্বোধন করেন।

ফ্রি অক্সিজেন সেবার উদ্যেক্তারা জানিয়েছেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তানভীর আহমেদ জুম্মন এর মানবকি সহায়তার অংশ হিসেবে এই ফ্রি অক্সিজেন সার্ভিস চালুর উদ্যোগ নেয়া হয়েছে। তার অর্থায়নে জেলার প্রতিটি উপজেলায় দিন রাত ২৪ ঘন্টা রোগীদের বাড়ি বাড়ি অক্সিজেন পৌঁছে দেয়ার কর্মপন্থা ঠিক করা হয়ছে। এজন্য মৌলভীবাজার সদর উপজেলা, কুলাউড়া, বড়লখো, রাজনগর, শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজলোয় ১ জন করে টীম প্রধান ও সহকারী প্রধান নিয়োজিত করা হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close