খুলনা ব্যুরো

  ১০ জুলাই, ২০২০

খুলনায় সাড়ে ৪০০ শিক্ষার্থীকে বৃত্তি দিল জেলা পরিষদ

খুলনা জেলা পরিষদ কর্তৃক গরীব ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে গতকাল বৃহস্পতিবার বৃত্তি প্রদান করা হয়। জেলার প্রায় সাড়ে ৪০০ শিক্ষার্থী এই বৃত্তি পেয়েছেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ। এতে সভাপতিত্ব করেন পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আছাদুজ্জামান।

জানা যায়, ২০১৮-১৯ এবং ২০১৯-২০২০ অর্থ বছরের জন্য খুলনা জেলার নাগরিকদের মধ্যে থেকে বাছাইকৃত মোট ৪৫০ জন শিক্ষার্থীর মাঝে ১৩ লাখ ৫০ হাজার টাকা বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান-২ চৌধুরী মোহাম্মদ রায়হান ফরিদ, সদস্য শেখ আবু জাফর, কবির হোসেন, নাহার আক্তার প্রমুখ। উপস্থিত ছিলেন পরিষদের সহকারি প্রকৌশলী হাফিজুরর রহমান খান, প্রশাসনিক কর্মকর্তা এস. এম. মাহাবুবুর রহমান প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close