চট্টগ্রাম ব্যুরো

  ০৮ জুলাই, ২০২০

চট্টগ্রামে অবরোধমুক্ত উত্তর কাট্টলী

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) উত্তর কাট্টলী ১০ নাম্বার ওয়ার্ডের লকডাউনের শেষ হয়েছে গতকাল মঙ্গলবার। গত ১৬ জুন রাত থেকে ২১ দিন ধরে চলে এ ওয়ার্ডে লকডাউন। লাল জোন থেকে লকডাউন চলাকালীন সময়ে এ ওয়ার্ডটি হলুদ জোনে পরিণত হয়েছে। তবে প্রশাসন জনগণের ভোগান্তির কথা ভেবে পাড়াভিত্তিক লকডাউনের জন্য মন্ত্রণালয়ের সম্মতির অপেক্ষা রয়েছে চসিক।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বী জানান, আমরা উত্তর কাট্টলীতে লকডাউন ঘোষণা করে সুফল পেয়েছি। লকডাউন চলাকালীন সময়ে মাত্র ১৬ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে। এলাকাটি এখন হলুদ জোনে পরিণত হয়েছে। তবে মঙ্গলবার লকডাউন শেষ হওয়ার পরই আমরা আনুষ্ঠানিক ঘোষণা দেবো।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close