কক্সবাজার প্রতিনিধি

  ০৮ জুলাই, ২০২০

কক্সবাজার সরকারি কলেজের জমি দখলমুক্ত করল শিক্ষার্থীরা

কক্সবাজার সরকারি কলেজের জমিতে নির্মিত অবৈধ স্থাপনা অবশেষে গুড়িয়ে দেওয়া হয়েছে। কক্সবাজার কলেজ প্রশাসন ও শিক্ষার্থীরা স্থানীয় প্রশাসনকে অবগত করে গতকাল মঙ্গলবার দুপুরে এসব অবৈধ স্থাপনা গুড়িয়ে দিয়ে জমি দখলমুক্ত করেন।

অভিযোগ রয়েছে, গত দুদিন আগে স্থানীয় কিছু প্রভাবশালী ভূমিদস্যু কলেজের নিজস্ব জমি দখল করে সেখানে স্থাপনা নির্মাণ করে। এনিয়ে কলেজের শিক্ষার্থী, অভিভাবক, সচেতন মহলসহ খোদ কক্সবাজার কলেজ প্রশাসনও প্রতিবাদে ফেটে পড়েন। জেলার সর্বত্র নিন্দা ঝড় উঠে। যারা অবৈধ দখল উচ্ছেদে বিভিন্ন ভাবে সহযোগিতা ও নৈতিক সমর্থন দিয়েছেন, তাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান কক্সবাজার সরকারি কলেজ কর্তৃপক্ষ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close