লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি

  ০৮ জুলাই, ২০২০

৩ বছরেও সংস্কার হয়নি লোহাগাড়ার ডলু খাল

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নের ছুটার পাড়া এলাকায় ডলু খালের পাড় ঘেষে চলাচলের রাস্তার ভাঙন তিন বছরেও সংস্কার না হওয়ায় দুর্ভোগ বেড়ে চরমে। অভিযোগের শেষ নেই বললেই চলে। বর্ষার শুরুতে গত কয়েকদিনে টানা ভারি ভর্ষণে পাহাড়ী ঢলে ডলু নদী পানি বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ভাঙতে শুরু করেছে ছাটার পাড়ায় খালের পাড়। ভেঙে গেছে পাড় ঘেষা চলাচলের রাস্তা। দুর্ভোগে পড়েছে জনসাধারণ।

সরেজমিন পরিদর্শনে দেখা যায়, সড়কটির নাজুক অবস্থা। হেঁটে, বাইসাইকেল ও মোটর সাইকের নিয়ে কোন মতে পার হওযা যায়। তিন চাকা বা চার চাকার কোন গাড়ি চলাচল করা যায় না। যান চলাচলে রীতিমত হিমশিম খেতে হয়। দুর্ভোগের শেষ নেই বললেই চলে।

স্থানীয়রা জানান, গত তিন বছরে স্থানীয় ইউপি চেয়ারম্যান হাজী মো. ইউনুছের সঙ্গে যোগাযোগ করেও কোন সুরহা পায়নি। স্থানীয় ইউপি সদস্য প্রতিদিন ওই সড়ক দিয়ে চলাচল করলেও দেখে না দেখার ভান করে। স্থানীয়রা কয়েকবার দিজেদের অর্থায়নে সড়কটি মেরামত করেছেন।

স্থানীয় বাসিন্দা জাহেদুল হক বলেন, সড়কটি দিয়ে বর্তমানে হেঁটে চলা দায় হয়ে পড়েছে। জনপ্রতিনিধিরা সবসময় কথা দিয়ে থাকে। কাজের কাজ কিছুই হচ্ছে না। বর্ষার শুরু আগাম বার্তা দিল ডলু খালের পাড় ঘেষা ছুটার পাড়া সড়কটি পাড় ভেঙে সড়ক ভাঙন। সড়কের প্রায় অংশ নদীতে বিলীন হয়ে গেছে। এলাকার বৃদ্ধ আবুল হাশেম বলেন, ডলু খালে বালু উত্তোলনের ফলে খালের গভীরতা বেড়ে যায়। যার ফলে নদীর ডাড় ঘেষা সড়কটি খালে বিলীন হয়ে যাচ্ছে। জনপ্রতিনিধিরা ভোটের সময় ওয়াদা দিয়েও ওয়াদা রক্ষা করছে না। চেয়ারম্যান একবারের জন্য আমাদের দেখতে আসেনি, সড়ক সংস্কার করবে কেমনে।

স্থানীয় ইউপি সদস্য ডা. সবুজ কান্তি নাথ বলেন, ভাঙনটি আমরা এবং আমাদের ইউনিয়ন পরিষদের নজরে আছে। ভঙনটি বড় হওয়াতে পরিষদে এতো বাজে না থাকায় চেয়ারম্যান সাহেব কতবার নিজ উদ্যোগে ইঞ্জিনিয়ার এনে দেখিয়েছেন। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ার কথাটি অটপটে স্বীকার করেন। পুটিবিলা ইউপির প্যানেল চেয়ারম্যান সুজিত বড়ুয়া কাজল বলেন, চেয়ারম্যানের নির্দেশে ভাঙন স্থান পরিদর্শন করে চেয়ারম্যানকে অবহিত করেছি। জুলাই মাসের শুরুতে ছুটার পাড়ায় ডলু খালের পাড় ঘেষে সড়কের ভাঙন রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। লোহাগাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) কামরুল হোসাইন বলেন, পুটিবিলা ছুটার পাড়ায় খালের পাড় সড়কে ভাঙনে এ রকম কোন আবেদন নিয়ে অফিসে আসেনি। উপজেলা প্রকৌশলী দিবাকর রায় বলেন, পুটিবিলা ১ নং ওয়ার্ড ছুটার পাড়া এলাকায় ডলু খালের ভাঙনে রাস্তা ভেঙে গেছে এ ব্যাপারে কেউ জানায়নি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close